গোল্ডেন সানের বন্ড লাইসেন্স বাতিল স্থগিত করেছে উচ্চ আদালত
শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত গোল্ডেন সানের বন্ড লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছে উচ্চ আদালত। একই সাথে জরিমানার নির্দেশও প্রত্যাহার করেছে উচ্চ আদালত।
গত ১৩ নভেম্বর কোম্পানিটির রিটের প্রেক্ষিতে উচ্চ আদালত এমন নির্দেশ দিয়েছে।
এর আগে চট্টগ্রাম বন্ড কমিশনারেট শুল্কমুক্ত কাঁচামাল আমদানিতে বন্ড সুবিধা অপব্যবহার করায় গোল্ডেন সানের বন্ড লাইসেন্স বাতিল করেছে। একই সাথে কোম্পানিটিকে ৪৩ কোটি ২৯ লাখ টাকা জরিমানা করেছে বন্ড কমিশনারেট।
বন্ড কমিশনারেট সূত্র জানায়, শুল্কমুক্ত সুবিধায় আনা পণ্য খোলাবাজারে বিক্রির দায়ে ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত ২৩টি মামলা দায়ের করেছে চট্টগ্রাম অঞ্চলের শুল্ক গোয়েন্দা অধিদপ্তর ও বন্ড কমিশনারেট। ধারাবাহিকভাবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বন্ড সুবিধা অপব্যবহারের অভিযোগ প্রমাণ হওয়ায় কাস্টমস অ্যাক্ট ১৯৬৯-এর ১৩ (৩) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্স বাতিল করা হয়েছে। একই আদেশে ফাঁকি দেয়া রাজস্বের ১৩ কোটি ১৫ লাখ টাকা আগামী ১৫ দিনের মধ্যে সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্সিং বিধিমালা-২০০৮-এর শর্ত ২, ৩, ৫, ৬, ১১ লঙ্ঘন করায় মোট ৪৩ কোটি ২৯ লাখ টাকা জরিমানা প্রদানেরও নির্দেশ দেয়া হয়েছে।
শেয়ারবাজারনিউজ/আ