ইউনাইটেড পাওয়ারের ডিভিডেন্ড ও প্রথম প্রান্তিক প্রকাশ
শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিভিউশনের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্য ৯০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১.৫০ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ জানুয়ারি, ২০১৮ গল্ফ ক্লাব ঢাকা ক্যান্টমেন্ট, ঢাকায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামি ৮ জানুয়ারি।
এদিকে, প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’১৭) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৯৫ টাকা। যা আগের বছর একই সময় ছিল ২.৮৩ টাকা।
শেয়ারবাজারনিউজ/এম.আর