আজ: মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ইং, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

৩০ এপ্রিল ২০১৫, বৃহস্পতিবার |

kidarkar

বাস খাদে পড়ে নিহত ৪

accident-picশেয়ারবাজার ডেস্ক: কুষ্টিয়ার ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪ জন নিহত। নিহতরা হচ্ছেন জয়পুরহাটের আক্কেলপুর থানার কেশরপুর গ্রামের আলম মণ্ডল (৫৫), নূরে আলম সিদ্দিক (৫৫), জাহিদুল ইসলাম (৪০) এবং বাস চালক পারভেজ (৩৪)।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, উপজেলার নয় মাইল এলাকায় কুষ্টিয়া-পাবনা মহাসড়কে আজ বৃহস্পতিবার ভোররাতে এই দুর্ঘটনায় নারী-শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে।

মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দিন জানান, জয়পুরহাট জেলার আক্কেলপুর থানা এলাকার একদল লোক ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশির ‘বিশ্বজাকের মঞ্জিলে’ যাওয়ার জন্য গতকাল বুধবার রাতে বাসে যাত্রা করেছিলেন। রাত ৩টার দিকে মিরপুরের নয়মাইল কাচারী নামক স্থানে হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, নিহতদের মধ্যে আলম মণ্ডল জাকের পার্টির আক্কেলপুর থানার সভাপতি। এছাড়া হতাহত সবার বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর থানা এলাকায়।

এ ঘটনায় সকালে কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে রোগীদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন।

শেয়ারবাজারনিউজ/রা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.