আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৭ মার্চ ২০১৮, মঙ্গলবার |

kidarkar

খালেদার সাজা বাড়াতে আপিলের শুনানি কাল

শেয়ারবাজার ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজা বাড়ানোর বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক)’র করা আবেদনটি শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে বুধবার (২৭ মার্চ) এ বিষয়ে শুনানির জন্য দিন ঠিক করেছেন আদালত।

বুধবার সকালে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি একেএম সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বিষয়টি সাংবাদিকদের জানান।

পরে আদালত থেকে বেরিয়ে তিনি বলেন, এ মামলায় সাজা বৃদ্ধি চেয়ে গত ২৫ মার্চ আবেদন করেছিলাম হাইকোর্টে। আদালত সে আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন। আগামীকাল বুধবার শুনানির জন্য আবেদনটি হাইকোর্টের কার্যতালিকায় আসবে।

এতিমের অর্থ আত্মসাতের অভিযোগে গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বকশি বাজারের অস্থায়ী আদালতের বিচারক ড. আকতারুজ্জামান। এ মামলার অপর আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার পর থেকেই পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগারে রয়েছেন খালেদা জিয়া।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.