আজ: শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইং, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৯ মে ২০১৫, শনিবার |

kidarkar

ভাল মৌলভিত্তিতে আগ্রহ বাড়ছে

A-catagory-Sharebazarnews_শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির শেয়ার লেনদেনে সার্বিক বাজার মূলধনের পরিমাণ বেড়েছে। ভাল মৌলভিত্তি কোম্পানির শেয়ার হিসেবে ‘এ’ ক্যাটাগরিকে বিবেচনা করা হয়। আর ‘এ’ ক্যাটাগরি সম্পন্ন কোম্পানির শেয়ারের লেনদেন বৃদ্ধি পাওয়াকে স্বাভাবিক হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভাল মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি অর্থাৎ ‘এ’ ক্যাটাগরির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। তাই গত সপ্তহে অন্যান্য ক্যাটাগরির লেনদেন কমলেও ‘এ’ ক্যাটাগরির লেনদেন তার আগের সপ্তাহের তুলনায় ১.১২ গুন বা ১২.২৬ শতাংশ বেড়েছে। এক্ষেত্রে টার্নওভার বেড়েছে ১২২ কোটি ৩২ লাখ ৬১ হাজার ৩২৯ টাকা। ডিএসইর সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য বেরিয়ে এসেছে।

সূত্র মতে, গত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির লেনদেনের পরিমান দাঁরিয়েছে ১ হাজার ১৯০ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ১৭৩ টাকা। তার আগের সপ্তাহে ছিল ৯৯৭ কোটি ৫৯ লাখ ২৪ হাজার ৮৪৪ টাকা। এদিকে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যে পরিমান লেনদেন হয়েছে তার ৭৭.৬৭ শতাংশ অবদান রেখেছে ‘এ’ ক্যাটাগরি।

উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরিতে বর্তমানে ২৬৫ টি কোম্পানি রয়েছে। এর মধ্যে এসিআই ফর্মুলেশন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ডেলটা লাইফ কোম্পানি, ফার ক্যামিকেল, ওরিওন ফার্মা, সাইফ পাওয়ার, আরএসআরএম স্টিল, নাভানা সিএনজি, এনসিসি ব্যাংক, জমুনা অয়েল এবং ফু-ওয়াং ফুড লিমিটেডের গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। সাপ্তাহিক টপটেন গেইনারের তালিকায় থাকা প্রায় সকল কোম্পানি ‘এ’ ক্যাটাগরির।

ছাড়াও ‘এ’ ক্যাটাগরির পাশাপাশি উল্লেখ্য অবদান রেখেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া দূর্বল মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি ‘জেড’ ক্যাটাগরি। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যে পরিমান লেনদেন হয়েছে তার ২.৪০ শতাংশ অবদান রেখেছে ‘জেড’ ক্যাটাগরি।

বাজার বিশ্লেষকদের মতে,  বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) হস্তক্ষেপে সপ্তাহের দুই কার্যদিবস (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) উত্থানে ফিরেছে সূচক। এছাড়া বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাংলাদেশ ব্যাংককে দেশের শেয়ারবাজারের প্রতি নজর দেয়ার পরামর্শ দিয়েছেন। বাজারের এমন ইতিবাচক খববে সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয় এসব দিনের লেনদেন। এরই ধারাবাহিকতায় প্রায় সব খাতের লেনদেনও বৃদ্ধি পেয়েছে।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.