আজ: রবিবার, ০৫ মে ২০২৪ইং, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার |

kidarkar

এনআরবি ইসলামিক লাইফের স্টার অব দ্যা ফাস্ট কোয়াটার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের কর্মকর্তাদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও স্টার অব দ্যা ফাস্ট কোয়াটার-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আয়োজনটি ২০ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও এ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ জামাল হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. মাহফুজুর রহমান, ভাইস চেয়ারম্যান, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স; বিশেষ অতিথি ছিলেন এ.কে.এম. মোস্তাফিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও পরিচালক, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স; হোসনে আরা বেগম, এজেন্সী ডিরেক্টর (ওভারসিজ) এবং মো: মিজানুর রহমান, কনসালটেন্ট।

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের স্টার অব দ্যা ফাস্ট কোয়াটার সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী কর্মকর্তাদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ সার্টিফিকেট ও উপহার প্রদান এবং ওভারসিজ ব্যাবসায় সাফল্যের স্বীকৃতি স্বরূপ এজেন্সী ডিরেক্টর (ওভারসিজ) হোসনে আরা বেগমকে উপহার প্রদান করা হয়। বিজয়ী কর্মকর্তাদের নামের তালিকা:

এসইভিপিদের মধ্যে ১ম স্থান অর্জন করেছেন মো. জসিম উদ্দিন, প্রধান কার্যালয়, ঢাকা; ২য়- এইচ. এম. মিলন রহমান, প্রধান কার্যালয়, ঢাকা;৩য়- শরীফ মো. শহিদুল ইসলাম, প্রধান কার্যালয়।

ইভিপিদের মধ্যে ১ম স্থান অর্জন করেছেন মাহমুদুল হাসান (ইভিপি), ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়;২য়- মোহাম্মদ মোজাম্মেল হক (ইভিপি), মতিঝিল কর্পোরেট অফিস, ঢাকা;৩য় মো. কাউছার আলী (ইভিপি), সৈয়দপুর বিভাগীয় কার্যালয়।

এসভিপিদের মধ্যে ১ম স্থান অর্জন করেছেন মালিক মো. ফজলে কাফি (এসভিপি), ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়; ২য়- মীর হোসাইন (এসভিপি), মতিঝিল কর্পোরেট অফিস, ঢাকা; ৩য়- মো. রেজাউল করিম (এসভিপি), শেরপুর জোনাল অফিস, বগুড়া।

ডিজিএমদের মধ্যে ১ম স্থান অর্জন করেছেন মো. হাদিউত জামান (ডিজিএম), জয়পুরহাট জোনাল অফিস; ২য়- মো. ইমরান হোসেন সোহেল (ডিজিএম), ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়; ৩য়- মো. সোহেল রানা (ডিজিএম), মইজদী জোনাল অফিস, নোয়াখালী।

বিএমদের মধ্যে ১ম স্থান অর্জন করেছেন আসরাফুন নাহার লুনা (বিএম), ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়; ২য়- অমৃত চন্দ্র সূত্রধর (বিএম), কবিরহাট ব্রাঞ্চ অফিস, নোয়াখালী; ৩য়- মো. আহসান হাবীব (বিএম), পাকুন্দিয়া জোনাল অফিস, কিশোরগঞ্জ।

ইউএমদের মধ্যে ১ম স্থান অর্জন করেছেন মোছা. রহিমা খাতুন ইপু (ইউএম), ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়; ২য়-মোছা. তামান্না আক্তার (ইউএম), সিদ্ধিরগঞ্জ জোনাল অফিস, নারায়নগঞ্জ; ৩য়- মো. বাদল হাওলাদার (ইউএম), লালুপাড়া তালতলি জোনাল অফিস।

এফএদের মধ্যে ১ম স্থান অর্জন করেছেন মুন্নি আক্তার (এফএ), প্রধান কার্যালয়, ঢাকা; ২য়- নাসরিন আক্তার সুমি (এফএ), সিদ্ধিরগঞ্জ জোনাল অফিস, নারায়নগঞ্জ; ৩য়- মো. সেলিম (এফএ), চিটাগাং রোড জোনাল অফিস, নারায়নগঞ্জ।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.