আজ: শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইং, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৮ অক্টোবর ২০১৮, রবিবার |

kidarkar

ভারতীয় সব টিভি চ্যানেল নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট

শেয়ারবাজার ডেস্ক: পাকিস্তানে ভারতীয় সব টিভি চ্যানেলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সুপ্রিম কোর্ট। পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলোতে ভারতের বাঁধ নির্মাণের প্রতিবাদে এ নিষেধাজ্ঞার আদেশ পুনর্বহাল করল পাকিস্তান।

ফলে পাকিস্তানের ক্যাবল টিভি অপারেটররা ভারতীয় কোন খবর বা বিনোদনের কোন অনুষ্ঠানই আর প্রচার করতে পারবে না। ভারতীয় টেলিভিশন চ্যানেল ও চলচ্চিত্র পাকিস্তানে বেশ জনপ্রিয়।

নিষেধাজ্ঞার বিষয়ে দেশটির প্রধান বিচারপতি সাকিব নিসার বলেন, পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলোতে ভারতের বাঁধ নির্মাণের কারণে তাদের চ্যানেলগুলো নিষিদ্ধের সিদ্ধান্তটি সমর্থনযোগ্য।

তিনি আরও বলেন, ‘ওরা আমাদের পানি বন্ধ করে দিচ্ছে। আমরা কেন ওদের চ্যানেল বন্ধ করতে পারব না?’

দুই দেশের মধ্যে উত্তেজনা চলাকালে এর আগেও টিভি চ্যানেল নিষিদ্ধ করেছিল পাকিস্তান। ১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধের জের ধরে ভারতীয় চলচ্চিত্রের ওপর নিষেধাজ্ঞা জারি করে দেশটি। পরে ২০০৮ সালে এই নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটির আদালত। আবার নতুন করে এই নিষেধাজ্ঞা জারি করা হল। এছাড়া কাশ্মির ইস্যুকে কেন্দ্র করে ২০১৬ সালে প্রতিবেশী দেশটির সব টিভি ও রেডিও চ্যানেল নিষিদ্ধ করে পাকিস্তান।

পাকিস্তানের অভিযোগ, ভারত বাঁধগুলো তাদের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তবে ভারত বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

উল্লেখ্য, পাকিস্তানের ৮০ ভাগ কৃষিকাজ হিমালয় থেকে বয়ে আসা নদীর সেচের ওপর নির্ভরশীল। সিন্ধু নদ ও এর উপনদী, শাখানদীগুলো অধিকাংশেরই উৎস হিমালয় পর্বতমালা থেকে।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.