আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ ডিসেম্বর ২০২০, সোমবার |

kidarkar

৩০% শেয়ার ধারণে সময় পাচ্ছে ৯ কোম্পানি 

শেয়ারবাজার রিপোর্ট: শেয়ারবাজারের তালিকাভুক্ত ৯টি কোম্পানিকে উদ্যোক্তা পরিচালকদের মোট ৩০%শেয়ার ধারণে আরো দুই সপ্তাহ সময় দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিগুলো হচ্ছে: অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আফতাব অটোমোবাইলস, ইনটেক অনলাইন, অ্যাপেক্স ফুটওয়্যার, তাল্লু স্পিনিং, ডেল্টা স্পিনার্স, ফু-ওয়াং ফুডস, ফাইন ফুডস ও সেন্ট্রাল ফার্মাসিটিউক্যালস লিমিটেড।

তবে বাকি ২০টি কোম্পানিকে আর সময় না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ জানান, ‘যেসব কোম্পানি শেয়ার ধারণের বিষয়ে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেয়নি তাদের আর সময় দেয়া হবে না। নির্দিষ্ট সময় পরে কোম্পানিগুলোর পর্ষদ পুনর্গঠন করা হবে।’

কোম্পানিগুলো হলো: অ্যাকটিভ ফাইন কেমিক্যাল, অগ্নি সিস্টেম, আলহাজ্ব টেক্সটাইল, অ্যাপোলো ইস্পাত, সি অ্যান্ড এ টেক্সটাইল, ফ্যামিলিটেক্স, ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফু-ওয়াং সিরামিকস, জেনারেশন নেক্সট ফ্যাশন, ইমাম বাটন, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক, মিথুন নিটিং অ্যান্ড ডায়িং, নর্দান জুট, অলিম্পিক এক্সেসরিজ, ফার্মা এইড, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স, স্যালভো কেমিক্যালস, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড এয়ারওয়েজ এবং কে অ্যান্ড কিউ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

উল্লেখ্য, চলতি বছরের ২৯ জুলাই ৩০ শতাংশ শেয়ার না থাকায় প্রায় অর্ধশত কোম্পানিকে দুমাসের আল্টিমেটাম দেয় সংস্থাটি। এরপর এক দফা সময় বাড়িয়ে, তা ৩০ নভেম্বর করা হয়।

এ সময়ের মধ্যে ১৫ কোম্পানি শেয়ার কিনে ন্যূনতম শেয়ার ধারণের শর্ত পূরণ করে। তবে দুই শতাংশ শেয়ার না থাকায় গত ২০ সেপ্টেম্বরে ৯ কোম্পানির ১৭ পরিচালকের পদ শূন্য ঘোষণা করে সংস্থাটি।

বিএসইসির বেঁধে দেয়া সময় পার হলেও, শেয়ার কেনার সুযোগ চেয়ে সুনির্দিষ্ট আবেদন না করায় ২০ কোম্পানির পর্ষদ পুনর্গঠনের উদ্যোগ নিয়ে এগোচ্ছে বিএসইসি।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.