আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৯ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার |

kidarkar

করোনায় দেশে আরও ৩০ জনের মৃত্যু, শনাক্ত ১,১৮১

শেয়ারবাজার ডেস্ক:   দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৫০৯ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১১৮১ জন। মোট শনাক্ত ৫ লাখ ১১ হাজার ২৬১ জনে দাঁড়িয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ২৪৫ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৫৪ হাজার ৫৬৩ জন সুস্থ হয়ে উঠেছেন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ১৬৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮২০টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৫৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩১ লাখ ৯৯ হাজার ১১৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ১০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৯১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ। উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ই মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ই মার্চে।

শেয়ারবাজার নিউজ/মি

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.