আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১২ জানুয়ারী ২০২১, মঙ্গলবার |

kidarkar

রাঙামাটিতে পাথর বোঝায় ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি সেতু, নিহত ৩

শেয়ারবাজার ডেস্ক: রাঙামাটির কুতুকছড়িতে একটি বেইলি সেতু ভেঙে পাথরবোঝাই ট্রাক নদীতে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনার ফলে রাঙামাটির সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে রাঙামাটি থানার ওসি মো. কবির হোসেন জানিয়েছেন।

তিনি বলেন, চট্টগ্রাম থেকে আসা পাথর বোঝাই ট্রাকটি রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়ি বেইলি ব্রিজ অতিক্রম করার সময় সেতুটি ভেঙে পড়ে।

রাঙামাটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বেল্লাল হোসেন জানান, পাথর বোঝাই ট্রাকের ভারে ব্রিজ ধসে পড়ার খবর শুনে সকালে ঘটনাস্থলে গিয়ে তারা দুইজনের লাশ উদ্ধার করেন।
“আমরা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন একজনের লাশ উদ্ধার করে। মোট তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।”

তবে নিহত তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি উদ্ধারকর্মীরা।
কুতুকছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বাবুল চৌধুরী বলেন, “পাথরবোঝাই ট্রাকটি চট্টগ্রামের দিক থেকে নানিয়ারচরের দিকে যাচ্ছিল,সম্ভবত সড়কের নির্মাণ বা সংস্কার কাজের জন্য পাথর নিয়ে। অতিরিক্ত ভারে সেতু ধসে পড়লে ট্রাকটি পানিতে তলিয়ে যায়।”

তিনি বলেন, যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে, তারা ওই ট্রাকের চালক-হেলপার কিনা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ আরেফিন জানান, ট্রাকটি ‘অতিরিক্ত ভার’ বহন করায় সেতুটি ধসে পড়ে।

“পুরো পাটাতন খুলে ব্রিজটি আবার নতুন করে বসাতে হবে। আমরা দ্রুততম সময়ের মধ্যে যান চলাচল শুরু করার চেষ্টা করছি।”

শেয়ারবাজার নিউজ/মি

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.