কাল থেকে অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ

জাতীয় ডেস্ক: লকডাউনের কারণে আগামীকাল সোমবার (৫ এপ্রিল) থেকে দেশের অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ থাকবে।
গতকাল শনিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (কাব) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে, সরকারের লকডাউন বিধির ওপর ভিত্তি করে বিমান কর্তৃপক্ষ একটি নোটিশ জারি করবে বলেও জানিয়েছেন কাবের চেয়ারম্যান।
লকডাউনের বর্নিত নিয়ম কানুনগুলি সকলকে কঠোরভাবে মানতে হবে,মানাতে হবে। তাহলেই
সংক্রমনের গতিকে কাংখিত সময়ের ভিতরে কমানো সম্ভব হতে পারে।এতেকরে খেটে খাওয়া
মানুষের ভোগান্তি কম হবে।ঢিলেঢালা নকডাউন দিয়ে কোন লাভ হবে না।তাই সরকার বাহাদুরকে
আনুরোধ করবো বৃহওর স্বার্থে কঠোর হতে।