আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৮ এপ্রিল ২০২১, বুধবার |

kidarkar

উত্থানে ফিরেছে শেয়ারবাজার

শেয়ারবাজার ডেস্ক : আজ বুধবার উত্থানে ফিরেছে শেয়ারবাজার। এদিন উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের উভয় শেয়ারবাজারে। আজ শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সাথে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৮.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬১.৩৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াাহ সূচক ৩.৫৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৯.৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৪৯.০৩ পয়েন্টে এবং ২১১২.৩৬ পয়েন্টে।

আজ ডিএসইতে ৯৪০ কোটি ৩২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১১৫ কোটি ৯৬ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৮২৪ কোটি ৩৬ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৫০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৭০টির বা ৪৮.৫৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১০৯টির বা ৩১.১৪ শতাংশের এবং বাকি ৭১টির বা ২০.২৯ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২৮.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৯০.৬৪ পয়েন্টে। সিএসইতে আজ ২৩৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১৯টির দর বেড়েছে, কমেছে ৭৯টির আর ৪০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৯ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.