আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ জুন ২০২১, বুধবার |

kidarkar

বাজেট অধিবেশন শুরু

শেয়ারবাজার রিপোর্ট: জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন শুরু হয়েছে। এটি বাজেট অধিবেশন হিসেবে পরিচিত। বুধবার বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।

এদিকে আগামীকাল বৃহস্পতিবার সংসদে প্রস্তাবিত বাজেট পেশ করা হবে।

অধিবেশনের শুরুতেই প্যানেল সভাপতি মনোনয়ন দেন স্পিকার। এরপর শোক প্রস্তাব আনা হয়।

কার্যপ্রণালী বিধি অনুযায়ী চলতি সংসদের কোনো সংসদ সদস্য মারা গেলে তার ওপর আনিত শোক প্রস্তাবের আলোচনা শেষে সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করেন স্পিকার। তাই বুধবার্ ত্রয়োদশ অধিবেশনে প্রয়াত সংসদ সদস্য আসলামুল হকের ওপর আনিত শোক প্রস্তাবের আলোচনা শেষে সংসদের বৈঠক বৃহস্পতিবার (০৩ জুন) পর্যন্ত মুলতবি ঘোষণা করবেন স্পিকার।

এছাড়া দিনের অন্যান্য কার্যসূচির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর এবং অন্যান্য মন্ত্রীদের প্রশ্নোত্তর।

১ টি মতামত “বাজেট অধিবেশন শুরু”

  • সাইদুল ইসলাম খান মাজলিশ (তুষার) says:

    ২০২১-২০২২ অর্থ বৎসরের বাজেটে ব্যাংকে নুন্নতম এক বছর মেয়াদি FDR কে অনুমোদিত বিনিয়োগ এবং DPS এর বিনিয়োগ সীমা ১,২০,০০০.০০ টাকায় উন্নিত করার আবারও দাবি জানাচ্ছি। এতে ব্যাংক তারল্য সংকট থেকে রক্ষা পাবে এবং সঞ্চয় পত্রের উপর চাপ কমবে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.