আজ: শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইং, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৬ জুন ২০১৫, শুক্রবার |

kidarkar

ডিএসই‘তে সাপ্তাহিক গেইনারের শীর্ষে হাক্কানী পাল্প

hakkani_pulp_sharebazar_newsশেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক গেইনারের শীর্ষে রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও মূদ্রণ খাতের ‘বি’ ক্যাটাগরির কোম্পানি হাক্কানী পাল্প অ্যান্ড পেপার লিমিটেড। আলোচিত সপ্তাহে ৪৯.৮৪ শতাংশ দর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে কোম্পানিটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিশ্লেষণে দেখা গেছে,  আলোচিত সপ্তাহে হাক্কানী পাল্পের দৈনিক গড়ে লেনদেন করেছে ৭০ লাখ ৬৮ হাজার ৬০০ টাকার শেয়ার। আর সপ্তাজুড়ে  ৩ কোটি ৫৩ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে কোম্পানিটি।

জানা যায়, হাক্কানি পাল্প বিএমআরই এবং টিস্যু প্রজেক্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি গ্লোসি, অফসেট ও টিস্যু পেপার উৎপাদন করবে। এতে কোম্পানির প্রতিদিন ৬০ টন উৎপাদন ক্ষমতা বাড়বে। এছাড়াও ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি। অন্যদিকে কোম্পানিটির প্রকাশিত অনিরিক্ষিত তৃতীয় প্রান্তিকে আগের বছরের তুলনায় মুনাফা বেড়েছে। আর এ কারণে এ শেয়ার প্রতি বিনিয়োগকারীদেরে আগ্রহ বাড়ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানির অনুমোদিত মুলধন ৫০ কোটি টাকা ও পরিশোধিত মুলধন ১৯ কোটি টাকা। এর রিজার্ভের পরিমাণ রয়েছে ৩৮ কোটি ১৪ লাখ টাকা। কোম্পানিটির মোট ১ কোটি ৯০ লাখ শেয়ারের মধ্যে পরিচালনা পর্ষদের কাছে রয়েছে ৫৭.৩০ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৮.৫১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩৪.১৯ শতাংশ শেয়ার।

এছাড়াও সাপ্তাহিক গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে স্টাইলক্রাফটের শেয়ারের দর বেড়েছে ৩৬.৬৪ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ২৯.৩১ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ২০.৭০ শতাংশ, ঢাকা ডাইংয়ের ১৩.৮২ শতাংশ, আনলিমা ইয়ার্ণ ডাইংয়ের ১১.৯২ শতাংশ, এএফসি এগ্রোর ১১.৩১ শতাংশ, এইচআর টেক্সটাইলের ১০.৯০ শতাংশ, মুন্নু সিরামিকের ৯.৩৭ শতাংশ এবং তৃতীয় আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ৯.৩৫ শতাংশ।

শেয়ারবাজারনিউজ/মু

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.