আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৫ জুন ২০১৫, বৃহস্পতিবার |

kidarkar

ফখরুলের জামিন স্থগিত আবেদনের আদেশ রোববার

fakrulশেয়ারবাজার ডেস্ক: নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষের করা আবেদনের বিষয়ে রোববার (২৮ জুন) আদেশ দেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার উভয়পক্ষের শুনানি শেষে আদেশের জন্য এ দিন ধার্য করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল-হক ও ব্যারিস্টার মওদুদ আহমদ।

জামিন শুনানির এক পর্যায়ে আপিল বিভাগ সকাল সাড়ে ১১টার মধ্যে মামলার সর্বশেষ অবস্থা সম্পর্কে অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চান।

পরে অ্যাটর্নি জেনারেল সময় চাইলে আদালত রোববার পর্যন্ত সময় দেন। রোববার আদেশের জন্য দিন ধার্য রাখেন।

শুনানির সময় আপিল বিভাগের আদালত কক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম উপস্থিত ছিলেন।

নাশকতার অভিযোগে গত বছরের ২৯ ডিসেম্বর ও গত ৬ জানুয়ারি পল্টন থানায় এবং গত ৪ জানুয়ারি মতিঝিল থানায় এসব মামলা দায়ের করে পুলিশ।

গত ১৮ জুন এ তিন মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দেন হাইকোর্ট। হাইকোর্টের এ জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ।

 

শেয়ারবাজারনিউজ/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.