আজ: বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ইং, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৮ জুন ২০১৫, রবিবার |

kidarkar

প্রসাব করার অপরাধে শতাধিক গ্রেফতার

indiaশেয়ারবাজার ডেস্ক: জনসমাগমপূর্ণ স্থানে প্রসাব করার অপরাধে ভারতের আগ্রায় ১০৯ জনকে গ্রেফতার করা হয়েছে। আগ্রার রেলওয়ে পুলিশ গত শনিবার তাদের গ্রেফতার করে। এক প্রতিবেদনে এমন খবর  জানিয়েছে এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, গ্রেফতার হওয়াদের ১০০ থেকে ৫০০ রুপি করে জরিমানা করে তা আদায়ের পর ছেড়ে দেওয়া হয়।

রেলওয়ে পুলিশের সুপারিনটেন্ডেন্ট (এসপি) জিএন খান্না বলেন, ‘অভিযান চালিয়ে জনসমাগমপূর্ণ স্থানে প্রস্রাব করারত অবস্থায় লোকদের গ্রেফতার করা হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার কার্যক্রম হিসেবে ওই ১০৯ জনকে গ্রেফতার করেছি।’

তিনি আরও বলেন, রেলওয়ের স্থানে ময়লা-আবর্জনা ফেলা লোকজনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আমরা এ অঞ্চলকে সকল ধরনের ময়লা থেকে দূরে রাখব।

শেয়ারবাজারনিউজ/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.