আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১০ নভেম্বর ২০২১, বুধবার |

kidarkar

সিএনজি চালিত বাসের তালিকা প্রকাশ

শেয়ারবাজার ডেস্ক: ঢাকা মহানগরে মাত্র ১৯৬টি বাস-মিনিবাস প্রাকৃতিক গ্যাসে (সিএনজি) চলে বলে জানিয়েছেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। তিনি আজ সিএনজিচালিত বাসের তালিকা প্রকাশ করেছেন।

বুধবার (১০ নভেম্বর) দুপুরে রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তালিকা প্রকাশ করেন তিনি।

খন্দকার এনায়েত উল্যাহ জানান, ঢাকা মহানগর এলাকায় ১২০টি পরিবহন কোম্পানির ছয় হাজার বাসে যাত্রী পরিবহন করা হয়।এর মধ্যে মধ্যে ১৩টি কোম্পানির ১৯৬টি বাস-মিনিবাস সিএনজিচালিত। এই ১৩টি কোম্পানির মধ্যে ৪০টি বাস গ্রেট তুরাগ ট্রান্সপোর্ট লিমিটেডের, শ্রাবণ ট্রান্সপোর্ট লিমিটেডের ৩০টি, আসিয়ান ট্রান্সপোর্ট লিমিটেডের ২০টি, প্রভাতী-বনশ্রী পরিবহন লিমিটেডের ১২টি, অনাবিল সুপার লিমিটেডের পাঁচটি, মেঘালয় ট্রান্সপোর্ট লিমিটেডের পাঁচটি, হিমালয় ট্রান্সপোর্ট লিমিটেডের ১৪টি, ভিআইপি অটোমোবাইলস লিমিটেডের দুটি, মেঘলা ট্রান্সপোর্ট লিমিটেডের ২৭টি, শিকড় পরিবহন লিমিটেডের আটটি, বিকল্প অটো সার্ভিস লিমিটেডের একটি, গাবতলী লিংক মিনিবাস সার্ভিসের ১১টি, ৬নং মতিঝিল বনানী কোচ লিমিটেডের ২১টি বাস সিএনজিতে চলাচল করে, যা ঢাকায় চলাচল করা মোট গণপরিবহনের মাত্র ৩ দশমিক ২৬ শতাংশ বলে জানান এনায়েত উল্যাহ।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব জানান, আগামী তিন দিনের মধ্যে ডিজেল ও সিএনজিচালিত বাসে স্টিকার লাগানো হবে। তখন বিআরটিএর আগের তালিকা অনুযায়ী ভাড়া নেবে সিএনজিচালিত গাড়ি।

১ টি মতামত “সিএনজি চালিত বাসের তালিকা প্রকাশ”

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.