আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৯ জুলাই ২০১৫, বৃহস্পতিবার |

kidarkar

এবার ভারতের শেয়ারবাজারে ধ্বস

Sensex-2শেয়ারবাজার ডেস্ক: চীনের পর এবার এশিয়ার আরেক বড় অর্থনীতির দেশ ভারতের শেয়ারবাজার মুখ থুবড়ে পড়েছে। দেশটির প্রধান স্টক মার্কেট সেনেসেক্সের সার্বিক সূচক একদিনেই কমেছে প্রায় ৫০০ পয়েন্ট। চলতি বছরের ২ জুনের পর এটাই বাজারে সবচাইতে বড় ধ্বস।

দিনের লেনদেন শেষে দেখা যায়, সেনসেক্সের সূচক ২৮ হাজার পয়েন্টেরও নীচে নেমে ২৭,৬৮৭.৭২ পয়েন্টে এসে থেমেছে। দিনশেষে সেনেসেক্সের প্রধাণ ৫০ শেয়ারের সূচক এনএসই ৫০- সূচকও নেমে আসে ৮৪০০ পয়েন্টের নীচে। এর আগে চলতি বছরের ২ জুন সেনেসেক্সের সার্বিক সূচক একদিনে ৬৬১ পয়েন্ট কমেছিল।

ভারতের বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, সম্প্রতি চীনের শেয়ারবাজারে বড় ধরনের ধ্বসই ভারতের বিনিয়োগকারীদের আস্থার সংকটে ফেলেছে। এর মধ্যেই গ্রীসের সাথে ইউরোজোনের ঋণ সংক্রান্ত টানাপোড়েন চলছে। গ্রীস ইউরোপে থাকবে কি না এর ওপর ইউরোজোনের অর্থনীতির অনেকটাই নির্ভর করছে। আর এসব বৈশ্বিক শঙ্কটের মধ্যে তাই ভারতের বিনিয়োগকারীরাও বাজারে আস্থা পাচ্ছেন না।

অন্যদিকে, সেনসেক্সের ধাতব ও কমোডিটি শেয়ারের পরিস্থিতি বিগত কয়েকদিন যাবৎ ভালো যাচ্ছিল না। আর এর প্রভাব বড় হয়ে দেখা দিয়েছে বুধবারের লেনদেনে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রান্তিক আর্থিক প্রতিবেদন দেয়া শুরু হচ্ছে আগামীকাল। এ কারণেও বিনিয়োগকারীরা বিনিয়োগে ভয় পাচ্ছে বলে মনে করছেন দেশটির বাজার বিশ্লেষকরা।

এদিন সেনসেক্সে দর হারানোর শীর্ষে নেমে আসে বেদান্ত। কোম্পানিটি এদিনে ৭.৮৫ শতাংশ দর হারায়। দর হারানোতে এর পরই নেমে এসেছে টাটা মোটরস্।

শেয়ারবাজারনিউজ/ওহস/ম.সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.