আজ: শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইং, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৬ নভেম্বর ২০১৫, শুক্রবার |

kidarkar

ডিএসই টার্নওভার কমেছে ১৪.৩৬ শতাংশ

DSEশেয়ারবাজার ডেস্ক: সমাপ্ত সপ্তাহে (১ নভেম্বর-৫নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টার্নওভার আগের সপ্তাহের তুলনায় ১৪.৩৬ শতাংশ কমেছে। তবে সব ক্যাটাগরিতে টার্নওভার কমলেও ‘এন’ ক্যাটাগরিতে টার্নওভার বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত সপ্তাহে ডিএসই-তে মোট টার্নওভার হয়েছে এক হাজার ৫০৪ কোটি ৫৫ লাখ ৭৮ হাজার ১৯৭ টাকা। যা এর আগের সপ্তাহে ছিল এক হাজার ৭৫৬ কোটি ৮৩ লাখ ৭৯ হাজার ৫৪৬ টাকা। সুতরাং দেখা যাচ্ছে সপ্তাহের ব্যবধানে ডিএসই-তে টার্নওভার কমেছে ২৫২ কোটি ২৮ লাখ এক হাজার ৩৪৯ টাকা।

এদিকে, সমাপ্ত সপ্তাহে ডিএসই-তে প্রতিদিন গড়ে টার্নওভার হয়েছে ৩০০ কোটি ৯১ লাখ ১৫ হাজার ৬৩৯ টাকা। এর আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ৩৫১ কোটি ৩৬ লাখ ৭৫ হাজার ৯০৯ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় টার্নওভার ১৪.৩৬ শতাংশ কমেছে।

এদিকে, সমাপ্ত সপ্তাহে ডিএসই’র ‘এ’ ক্যাটাগরিতে মোট টার্নওভার হয়েছে এক হাজার ২৫১ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ১৯৭ টাকা। যা ডিএসই’র মোট টার্নওভারের ৮৩.১৭ শতাংশ। এর আগের সপ্তাহে ‘এ’ ক্যাটাগরিতে টার্নওভার হয়েছিল এক হাজার ৪৭৮ কোটি ৫৮ লাখ টাকা। অর্থাৎ ‘এ’ ক্যাটাগরিতে টার্নওভার কমেছে ১৫.৩৬ শতাংশ অর্থাৎ ২২৭ কোটি ২০ লাখ ৩৫ হাজার ৩৪৯ টাকা।

‘বি’ ক্যাটাগরিতে মোট টার্নওভার হয়েছে ৭১ কোটি ৪৯ লাখ ৬৮ হাজার টাকা। যা ডিএসই’র মোট টার্নওভারের ৪.৭৫ শতাংশ। এর আগের সপ্তাহে ‘বি’ ক্যাটাগরিতে টার্নওভার হয়েছিল ১১৪ কোটি ৪৯ লাখ ২৪ হাজার টাকা। অর্থাৎ ‘বি’ ক্যাটাগরিতে টার্নওভার কমেছে ৩৭.৫৫ শতাংশ অর্থাৎ ৪২ কোটি ৯৯ লাখ ৫৬ হাজার টাকা।

‘এন’ ক্যাটাগরিতে মোট টার্নওভার হয়েছে ১৬৫ কোটি ৮৮ লাখ ১৬ হাজার টাকা। যা ডিএসই’র মোট টার্নওভারের ১১.০৩ শতাংশ। এর আগের সপ্তাহে ‘এন’ ক্যাটাগরিতে টার্নওভার হয়েছিল ১৪৫ কোটি ৫১ লাখ ২৬ হাজার টাকা। অর্থাৎ ‘এন’ ক্যাটাগরিতে টার্নওভার বেড়েছে ১৩.৯৯ শতাংশ অর্থাৎ ২০ কোটি ৩৬ লাখ ৯০ হাজার টাকা।

‘জেড’ ক্যাটাগরিতে মোট টার্নওভার হয়েছে ১৫ কোটি ৮০ লাখ ২৯ হাজার টাকা। যা ডিএসই’র মোট টার্নওভারের ১.০৫ শতাংশ। এর আগের সপ্তাহে ‘জেড’ ক্যাটাগরিতে টার্নওভার হয়েছিল ১৮ কোটি ২৫ লাখ ২৯ হাজার টাকা। অর্থাৎ ‘জেড’ ক্যাটাগরিতে টার্নওভার কমেছে ১৩.৪২ শতাংশ অর্থাৎ ২ কোটি ২৫ লাখ টাকা।

বাজার বিশ্লেষকদের মতে, শেয়ারবাজারে টানা মন্দাভাবের জেরে টার্নওভার কমেছে। তবে নতুন কোম্পানিগুলোতে বিনিয়োগকারীদের আগ্রহ থাকায় ‘এন’ ক্যাটাগরিতে টার্নওভার বেড়েছে।

 

শেয়ারবাজারনিউজ/অ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.