আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ ডিসেম্বর ২০১৫, সোমবার |

kidarkar

শনিবার ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ

প্রেস কনফারেন্স বিবিশেয়ারবাজার রিপোর্ট: বাংলাদেশে আসছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও প্রধান অর্থনীতিবিদ ড. কৌশিক বসু। তিনি আগামী শনিবার (১২ ডিসেম্বর) ঢাকায় এসে পৌছাবেন। এরপর ৪ দিনের সফর শেষে ১৬ তারিখ সকালে তিনি ঢাকা ত্যাগ করবেন। সোমবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. বিরুপাক্ষ পাল।

বিরুপাক্ষ পাল বলেন, বাংলাদেশ ও বাংলাদেশের অর্থনীতি নিয়ে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক কৌশিক বসুর আগ্রহ আছে। সেই আগ্রহ থেকেই তিনি ঢাকায় আসছেন। বাংলাদেশে ৪ দিনের সফরে ড.কৌশিক বসু বিশ্ব অর্থনীতি, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগগিতা নিয়ে গণ বক্তৃতা  করবেন।

এছাড়া বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সামষ্টিক অর্থনীতি স্থিতিশীলতা ও ব্যাক্তি খাতের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আন্তজার্তিক কর্মশালায় বক্তব্য দিবেন। সফরকালে মাঠ পর্যায়ে বাংলাদেশের অর্থনীতি পরিদর্শন ও ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় ও করবেন ড. কৌশিক বসু।

একই সাথে বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও অর্থসচিবের সঙ্গে বৈঠক করবেন ড. বসু।

শেয়ারবাজারনিউজ/রু/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.