আজ: শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইং, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৩ ডিসেম্বর ২০১৫, রবিবার |

kidarkar

রিজেন্টের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

Regent_Textileশেয়ারবাজার রিপোর্ট: তৃতীয় প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন (জুলাই-সেপ্টেম্বর ২০১৫) প্রকাশ করেছে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা বস্ত্র খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইল লিমিটেড। এদিকে সোমবার সকাল সাড়ে ১০টায় দেশের উভয় শেয়ার বাজারে আনুষ্ঠানিক শুরু হয় এ কোম্পানির শেয়ার লেনদেন। সিএসই সূত্র এ তথ্য জানা গেছে।

তৃতীয় প্রান্তিকে রিজেন্ট টেক্সটাইলের কর পরিশোধের পর মুনাফা করেছে ২ কোটি ৭১ লাখ ৩০ হাজার টাকা। আর আইপিও পূর্ববর্তী শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৫ টাকা এবং আইপিও-পরবর্তী ইপিএস হয়েছে ০.২৫ টাকা। আর ৩০ সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত এ কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৩৫.২৭ টাকা।

এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা রিজেন্ট টেক্সকটাইলের ট্রেডিং কোড-REGENTTEX এবং ডিএসইতে কোম্পানি কোড-১৭৪৭০। আর সিএসইতে কোম্পানি কোড-১২০৫৮।

জানা যায়, রিজেন্ট টেক্সটাইলের আইপিও লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে গত ৮ ডিসেম্বর মঙ্গলবার জমা হয়েছে। এর আগে গত ১২ নভেম্বর আইপিও লটারির ড্র প্রক্রিয়া সম্পন্ন করে কোম্পানিটি। রিজেন্টের আইপিওতে নির্ধারিত সময়ে ৭১৪ কোটি ৫৬ লাখ ৮৫ হাজার টাকার আবেদন জমা পড়েছে। যা মোট আবেদনের ৫.৭১ গুণ।

১৫ টাকা প্রি‌মিয়ামে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে টাকা উত্তলন করে রিজেন্ট টেক্সটাইল। এ লক্ষ্যে ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৫ টাকা প্রিমিয়ামসহ মোট ২৫ টাকায় শেয়ার ইস্যু করবে কোম্পানিটি। আর আইপিও’র মাধ্যমে ৫ কোটি সাধারণ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে মোট ১২৫ কোটি  টাকা উত্তলন করে কোম্পানিটি। এ কোম্পানির মার্কেট লট নির্ধারণ করা হয়েছিলো ২০০টি শেয়ারে। অর্থাৎ প্রতিটি আইপিও আবেদনের বিপরীতে ৫ হাজার টাকা জমা দিতে হয় বিনিয়োগকারীদের।

কোম্পানিটি পুঁজিবাজার থেকে টাকা সংগ্রহ করে বিএমআরই, নতুন রেডিমেড গামের্ন্টস প্রকল্প এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী রিজেন্ট টেক্সটাইলের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৪৮ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৩.৬২ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট।

শেয়ারবাজারনিউজ/অ

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.