আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৬ ফেব্রুয়ারী ২০১৬, মঙ্গলবার |

kidarkar

২ ইঞ্চি পোষা বানর (ভিডিও)

manky 1শেয়ারবাজার ডেস্ক:  আমাদের দেশে মানুষ পোষা প্রাণী হিসেবে মূলত বিড়াল, কুকুর, গরু, ছাগল, হাঁস-মুরগি ও বিভিন্ন পাখি পালন করে। এছাড়া বিভিন্ন দেশে আরও ভিন্ন ধরণের পোষা প্রাণী রয়েছে।

তবে, এই সোমবার চীনা নববর্ষের শুরু হল বানর বর্ষ হিসেবে। চীনের ধনী নাগরিকগণ অবৈধভাবে পোষ্য প্রাণী হিসাবে পুঁচকে-ছোট বানর কিনছেন। বিশ্বের ক্ষুদ্রতম এই স্তন্যপায়ী প্রাণী যার নাম পিগমি মারমসেট ক্রয় করার জন্য চীনের ধনী মানুষেরা ৩০,০০০ ইউয়ান অর্থাৎ প্রায় ৩,০০০ পাউন্ড খরচ করছেন। পিগমি মারমসেট এর আকার মানুষের বুড়ো আঙ্গুলের সমান। তাদেরকে সেখানে মানুষ ‘থাম্ব বানর’ নামে বেশি জানেন। একটি আইফোনের তুলনায় তাদের ওজন কম। কিন্তু এখানে সমস্যা হল এই বানর চীনের আবহাওয়ার জন্য সঠিক নয়। পোষা প্রাণী হিসেবে এর ব্যাপক চাহিদা এদের বিপন্ন করে ফেলতে পারে।

সাধারণত এই থাম্ব বানর দক্ষিণ আমেরিকার অঞ্চলে বসবাস করে। যার অর্থ তাদেরকে সেখান থেকে চীনে রপ্তানি করা হচ্ছে। যেন এদের পোষ্য প্রাণী হিসাবে বিক্রি করা যায়। পিগমি মারমসেটদের বিশেষ যত্ন নিতে হয়। তাদের উপর প্রচুর মনোযোগ দেয়া প্রয়োজন এবং তাদের যেন কোন ক্ষতি না হয় তা নিশ্চিত করতে হবে।

https://www.youtube.com/watch?v=YmnkkY2OuLs

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.