আজ: শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইং, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৫ মার্চ ২০১৬, মঙ্গলবার |

kidarkar

ইতিবাচক থাকার জন্য নতুন গভর্ণরের প্রতি আহবান

1414শেয়ারবাজার রিপোর্ট: শেয়ারবাজারের প্রতি ইতিবাচক থাকার জন্য নতুন গভর্ণরের প্রতি আহবান জানিয়েছেন বিনিয়োগকারীরা। ড. আতিউর রহমানের পদত্যাগের পর মঙ্গলবার ১৫ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে আনন্দ মিছিল করার সময় শেয়ারবাজার স্থিতিশীল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্ণরের প্রতি দাবি জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান-উর-রশিদ চৌধুরী।

উল্লেখ্য, সাবেক অর্থ সচিব ফজলে কবির বাংলাদেশ ব্যাংকের পরবর্তী গভর্নর হচ্ছেন বলে ইতিমধ্যে সাংবাদিকদের জানিয়েছেন অর্থমন্ত্রী।

মিছিল শেষে মিজান-উর-রশিদ চৌধুরী শেয়ারবাজারনিউজ ডটকমকে বলেন, আমরা বিনিয়োগকারীরা সবসময় চাই শেয়ারবাজার গতিশীল থাকুক। ইতিপূর্বে শেয়ারবাজারকে কেন্দ্র করে বাংলাদেশ ব্যাংকের কিছু সিদ্ধান্ত ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে। ব্যাংক কোম্পানি আইন সংশোধনের ফলে, যে ব্যাংক পূর্বে গড়ে এক হাজার কোটি টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারতো সে ব্যাংক বর্তমানে ২৫০ থেকে ৩০০ কোটি টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারে। পরিণতিতে বাংলাদেশের পুঁজিবাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে তা এখনো চলছে। সে অবস্থান থেকে উত্তোরণের জন্য সরকার ও সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে নানামুখী উদ্যোগ নেয়া হলেও তা খুব বেশি উপকারে আসেনি বলে মনে করেন তিনি।

তিনি আরো জানান, বাংলাদেশ ব্যাংক সকল প্রকার শেয়ারকে (তালিকাভুক্ত, অ-তালিকাভুক্ত, অবসায়নযোগ্য অগ্রাধিকার শেয়ার, প্রাইভেট কোম্পানির শেয়ার, বন্ড ইত্যাদি) এক্সপোজারের আওতায় গণনা করছে। যে সকল শেয়ার বাজারমূল্য বা গতি প্রভাবিত করেনা এমন শেয়ারকে পুঁজিবাজার এক্সপোজার এর মধ্যে গণনা করছে এ ধরনের এক্সপোজার গণনা করার কোনো যৌক্তিকতা নেই। এই ধরনের এক্সপোজার গণনা করা থেকে অ-তালিকাভুক্ত শেয়ার ও দীর্ঘ মেয়াদী বিনিয়োগ বাদ দেয়া হলে বাজারে ইতিবাচক ধারা ফিরে আসবে এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাবে। বর্তমানে ১৫০০ থেকে ২০০০ কোটি টাকা অতিরিক্ত বিনিয়োগ আছে। কিন্তু ব্যাংক শুধুমাত্র বিনিয়োগ সমন্বয় করেছে কিন্তু তারা বাজারে বিনিয়োগ করার সুযোগ পাচ্ছে না। তাই ব্যাংকসমূহের ক্ষতি কিছুটা লাঘব করা ও বাজারকে সক্রিয় করার জন্য ব্যাংকসমূহকে ন্যূনতম ৫০০ কোটি টাকা করে পুঁজিবাজারে বিনিয়োগ করতে দেয়া উচিত বলে মনে করে মিজান-উর-রশিদ চৌধুরী।

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.