আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৪ মে ২০১৬, বুধবার |

kidarkar

মোবাইল সেক্টরে কাজে আগ্রহী সৌদি নাগরিকদের নাম নথিভুক্ত

mobileশেয়ারবাজার ডেস্ক: আরবের মোবাইল সেক্টরকে শতভাগ সৌদিকরণের ঘোষণা দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। আর সে ঘোষণা অনুযায়ী মোবাইল সেক্টরে কাজ করার জন্য কোর্স করতে ৭৬ হাজার নাগরিক তাদের নাম নথিভুক্ত (এনরোল) করেছেন।

জেনারেল অর্গানাইজেশন ফর টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং (জিওটিইভিটি) সৌদি আরবের বিভিন্ন এলাকায় ১০০টির মতো টেকনিক্যাল কলেজে এ বিষয়ে কোর্স করানোর ঘোষণা দিয়েছিলো একমাস আগে।

প্রশিক্ষণ কেন্দ্রে প্রাথমিকভাবে রিয়াদে ৮ হাজার ৬২৮ জন, মক্কায় ৭ হাজার ৭০০ জন, পূর্বাঞ্চলীয় প্রদেশে ৪ হাজার ৭১১ জন, মদীনায় ৩ হাজার ৮১৪ জন, আসিরে ২ হাজার ৪০০ জন, জিজানে ১ হাজার ৭৭০ জন, তাবুকে ১ হাজার ৬৪০ জন, আল জুফে ১ হাজার ৬২০ জন, আল কাছিমে ১ হাজার ৪৬৫ জন এবং হাইলে ১ হাজার ১৯ জনকে অনুমোদন দেওয়া হয়েছে।

জিওটিইভিটি যথাসময়ে মোবাইল ফোন বিক্রি ও মেরামতের ওপর প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করতে সৌদি নারী এবং পুরুষদের দুই শিফটে প্রশিক্ষণের প্রস্তাব দেয়।
প্রতিষ্ঠানটির শর্ত অনুযায়ী, ১৮ বছরের উপরে অন্য কোথাও কর্মরত নয় এমন সব সৌদি নাগরিকরা এ কোর্সে অংশ নিতে পারবেন।

সৌদি আরবের মোবাইল সেক্টরকে শতভাত সৌদিকরণ করতে শ্রম মন্ত্রণালয়ের বেধে দেওয়া সময়সীমা শেষ হচ্ছে ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর। এরপর কোনো বিদেশি নাগরিককে এ সেক্টরে কর্মরত পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হিসেবে জেল-জরিমানার বিধান রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।ৎ

শেয়ারবাজারনিউজ/মা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.