আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৫ মে ২০১৬, বৃহস্পতিবার |

kidarkar

প্রথম মুসলিম মেয়র পাচ্ছে লন্ডন!

londonশেয়ারবাজার ডেস্ক: এই প্রথম কোনো মুসলিম যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন। নির্বাচনী প্রচারণায় ধর্মীয় এবং বর্ণবাদের অভিযোগ সত্ত্বেও লন্ডনের প্রথম মুসলিম এবং এশিয়ান মেয়র হিসেবে পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খানের নির্বাচিত হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার সকাল সাতটা থেকে মেয়র নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট চলবে রাত দশটা পর্যন্ত। এই নির্বাচনে যিনি বিজয়ী হবেন তিনি বর্তমান মেয়র বরিস জনসনের স্থলাভিষিক্ত হবেন বলে দ্য টেলিগ্রাফ পত্রিকা জানিয়েছে। তিনি ২০০৮ সাল থেকে লন্ডনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এই মেয়র নির্বাচনে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল লড়াই হবে গোল্ডস্মিথ ও সাদিক খানের মধ্যেই। আরো স্পষ্ট করে বলতে গেলে, এতে এগিয়ে রয়েছেন বিরোধী দল লেবার পার্টির মনোনীত প্রার্থী সাদিক খান। সর্বশেষ পরিচালিত একটি জরিপে সাদিক খান ১৪ শতাংশ ব্যবধানে এগিয়ে রয়েছেন। বিজয়ী হলে ইউরোপের গুরুত্বপূর্ণ একটি দেশের রাজধানীর প্রথম মুসলিম মেয়র হবেন বাস ড্রাইভারের পুত্র সাদিক খান।

সাধারণ মুসলিম পরিবারে বেড়ে ওঠা মানবাধিকার আইনজীবী সাদিক খান দক্ষিণ লন্ডনের টুটিং আসনের এমপি। বিগত লেবার সরকারের আমলে প্রতিমন্ত্রী ছিলেন তিনি। সাদিক খানের প্রধান প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রার্থী জ্যাক গোল্ডস্মিথ। অভিজাত গোল্ডস্মিথ পরিবারের উত্তরাধিকারী ধনকুবের জ্যাক লন্ডনের রিচমন্ড পার্ক আসনের এমপি। লন্ডনের আবাসন, যাতায়াত ভাড়া এবং পরিবেশ রক্ষা এবার প্রার্থীদের প্রধান বিতর্কের বিষয়। তবে ইসলাম ধর্মাবলম্বী সাদিক খানের প্রতিদ্বন্দ্বিতা বিতর্কে ভিন্নমাত্রা যোগ করেছে। সাদিক খানকে একজন উগ্রপন্থী আখ্যা দিয়ে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি বলছে, তার হাতে লন্ডন কখনও নিরাপদ হতে পারে না। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পার্লামেন্টে বলেছেন, সাদিক খান উগ্রবাদীদের সঙ্গে এক মঞ্চে বক্তৃতা করেছেন।

কনজারভেটিভ দলের এমন আচরণের জবাবে ৪৫ বছর বছর বয়সী সাদিক খান বলছেন, ‘এটা যুক্তরাষ্ট্র নয়, লন্ডন। এই শহরে ডোনাল্ড ট্রাম্পের নীতি মানুষ গ্রহণ করবে না।’ বৃহস্পতিবারের ওই নির্বাচনে  মেয়র ছাড়া লন্ডন সিটি কর্টোরেশনের আরো ২৫ জন কাউন্সিলর নির্বাচিত করা হবে।

মজার বিষয় হচ্ছে, জ্যাক গোল্ডস্মিথ পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং বর্তমানে রাজনীতিক ইমরান খানের সাবেক স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথের ভাই।

শেয়ারবাজারনিউজ/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.