আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৫ মে ২০১৬, বৃহস্পতিবার |

kidarkar

ডিএসই’র সাপ্তাহিক রিপোর্টে ভুল!

DSEশেয়ারবাজার রিপোর্ট: দেশের প্রধাণ শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক রিপোর্টে ভুল তথ্য প্রকাশিত হয়েছে। ডিএসই’র সাপ্তাহিক রিপোর্টে ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেডের সাপ্তাহিক লেনদেনের হিসেবে ভুল তথ্য লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার (৫ই মে) ডিএসইর প্রকাশিত সাপ্তাহিক রিপোর্টে (২মে থেকে ৫মে) সাপ্তাহিক গেইনারের শীর্ষ তালিকায় ইউনাইটেড এয়ারের সাপ্তাহিক লেনদেন দেখানো হয়েছে ৫৯ হাজার টাকা এবং দিন প্রতি গড়ে লেনদেন দেখানো হয়েছে ১৪ হাজার ৭৫০ টাকা। অথচ সর্বশেষ কার্যদিবসে বাই পার্সেন্ট চেইঞ্জের তালিকায় দেখা যায় এক কার্যদিবসেই কোম্পানির মোট ৯৬ লাখ ৫৮ হাজার ২৮৩টি শেয়ার ২ হাজার ৭৫৩ বার লেনদেন হয়। যার বাজার দর ৫ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার টাকা।

যেখানে কোম্পানির এক দিনে লেনদেন হয়েছে ৫ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার সেখানে এর সাপ্তাহিক লেনদেন ৫৯ হাজার টাকা দেখানো হয়। লেনদেনের চিত্রে বড় ধরণের এ ভুলের বিষয়ে জানতে চাইলে ডিএসইর পক্ষ থেকে অনিচ্ছাকৃত ভুল বলে আখ্যায়িত করা হয়েছে।

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.