আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৬ জুন ২০১৬, রবিবার |

kidarkar

ব্রিটেন ছাড়ছে বহুজাতিক ব্যাংক

A car sticker with a logo encouraging people to leave the EU is seen on a car, in Llandudno, Wales, February 27, 2016. REUTERS/Phil Noble/Files

শেয়ারবাজার ডেস্ক: ব্রেক্সিটের ফলে ব্রিটেন থেকে ব্যবসা গুটিয়ে নিতে যাচ্ছে বহুজাতিক ব্যাংক। জেপি মরগ্যান, মরগান স্ট্যানলি, গোল্ডম্যান স্যাকস, ব্যাংক অফ আমেরিকা, সিটিগ্রুপের মত প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসা গুটিয়ে ইউরোপেরা অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছে। সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস।

জানা যায়, আর্থিক প্রতিষ্ঠানগুলোর ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর মধ্যে ব্যবসা করার অনুমতি থাকায় ব্রিটেন থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিতে হচ্ছে। ব্রিটেন থেকে সরিয়ে কোম্পানিগুলো শাখা প্যারিস, ডাবলিন বা ফ্র্যান্কফুটে সরিয়ে নেওয়া হতে পারে।

এরই মধ্যে ফ্রান্সের কেন্দ্রিয় ব্যাংকের গভর্নর সতর্ক করে দিয়ে বলেছেন, ইউ’তে না থাকার ফলে ইউ’র নিয়ম মেনে ব্রিটেনে ব্যবসা করা প্রতিষ্ঠানগুলোর পক্ষে সম্ভব হবে না। এর কারণে পাসপোর্টিং নিয়ম ভেঙ্গে ব্যাংকগুলো অন্য দেশে ব্যবসা করতে পারবে না বলেও আশঙ্কা প্রকাশ করেছেন এ ব্যাংকার।

আর এর কারণে ব্রিটেনে প্রায় ১০ লাখ ব্যাংক কর্মী চাকরী হারাতে পারেন বলে আশঙ্কা করেছেন সংশ্লিষ্টরা।

শেয়ারবাজারনিউজ/ওহ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.