আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

৩০ জুলাই ২০১৬, শনিবার |

kidarkar

ফি না দেয়ায় ২ লাখ ১৭ হাজার বিও হিসাব বন্ধ

cdbl-boশেয়ারবাজার রিপোর্ট: শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অর্থাৎ ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকারদের বারবার তাগাদা সত্ত্বেও অনেকে বিও (বেনিফিসিয়ারি ওনার্স) নবায়ন ফি জমা দেয়নি। নবায়ন ফি না দেয়ায় জুলাই মাস পর্যন্ত ২ লাখ ১৭ হাজার বিও হিসাব বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সিডিবিএল সূত্রে জানা গেছে, ৩০ জুন তারিখ পর্যন্ত বিও হিসাব ছিল ৩১ লাখ ৫৩ হাজার ৪৪২টি। বিও হিসাব নবায়ন ফি জমা দেয়ার শেষ সময়ও ছিল ৩০ জুন পর্যন্ত। কিন্তু এ সময়ের মধ্যে নবায়ন ফি না দেয়ায় গত ২৮ জুলাই পর্যন্ত ২ লাখ ১৭ হাজার ২২৮টি বিও হিসাব বন্ধ করে দেয়া হয়েছে। ২৮ জুলাই পর্যন্ত বিও হিসাব সংখ্যা দাঁড়িয়েছে ২৯ লাখ ৩৬ হাজার ২১৪টি।

র্বতমানে বিও অ্যাকাউন্ট নবায়ন করতে ৫০০ টাকা লাগে। এর মধ্যে সিডিবিএল ১৫০ টাকা, হিসাব পরিচালনাকারী ব্রোকারজে হাউস ১০০ টাকা, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদশে সিকিউরিটিজ অ্যান্ড কমিশন (বিএসইসি) ৫০ টাকা এবং বিএসইসি’র মাধ্যমে সরকারি কোষাগারে ২০০ টাকা জমা হয়। আর এ খাত থেকে গত বছর সরকারকে ৮১ কোটি টাকা দিয়েছিল বিএসইসি।

নাম প্রকাশ না করার শর্তে সিডিবিএলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা শেয়ারবাজারনিউজ ডটকমকে বলেন, ব্রোকারেজ হাউস থেকে বন্ধের তালিকা পাঠানো হয়। এটি চলমান প্রক্রিয়া। এখানে সিডিবিএলের খুব বেশি কিছু করার নেই। তিনি আরও বলেন, যেসব বিও হিসাবে শেয়ার রয়েছে সেসব হিসাবের ট্রেড সাসপেন্ড করা হয়েছে। বিও নবায়ন ফি জমা দিলেই হিসাবধারী ট্রেড করতে পারবেন। এর জন্য তাকে কোন জরিমানা দিতে হবে না। আর যেসব হিসাবে কোন শেয়ার নেই সেগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

বর্তমান বিও হিসাবের মধ্যে স্বতন্ত্র বিও হিসাব রয়েছে ১৮ লাখ ২৮ হাজার ৫৩১টি, যুগ্ন হিসাব রয়েছে ১০ লাখ ৯৭ হাজার ০৫৫টি এবং বিভিন্ন কোম্পানির নামে ১০ হাজার ৬২৮টি বিও হিসাব রয়েছে।

এছাড়া বাংলাদেশি বিও হিসাব রেয়েছে ২৭ লাখ ৮৩ হাজার ০৯০টি এবং বিদেশী বিনিয়োগকারীদের বিও হিসাব রয়েছে এক লাখ ৪২ হাজার ৪৯৬টি।

এদিকে, ২৯ লাখ ২৫ হাজার ৫৮৬টি বিও হিসাবের মধ্যে ২১ লাখ ৩১ হাজার ৫৯১টি হিসাব পুরুষের এবং ৭ লাখ ৯৩ হাজার ৯৯৫টি হিসাব মহিলাদের।

উল্লেখ্য, স্টক এক্সচেঞ্জগুলোর দাবীর প্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বিও হিসাব ফি ৫০০ টাকা  থেকে কমিয়ে ৪৫০ টাকা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এতে সিডিবিএফি ১৫০ টাকা থেকে কমে ১০০ টাকা হবে।

শেয়ারবাজারনিউজ/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.