আজ: শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইং, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ অগাস্ট ২০১৬, মঙ্গলবার |

kidarkar

প্রায় ১৫০০ কোটি টাকা ব্যয়ে সাতটি প্রকল্পের অনুমোদন

aknekশেয়ারবাজার রিপোর্ট: ১ হাজার ৪শ’ ৮৮ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে সাতটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনএসি’র সম্মেলন কক্ষে এ অনুমোদন দেয়া হয়।

এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।

অর্থ প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, সাতটি প্রকল্পে সরকারি তহবিল থেকে ১ হাজার ৪শ’ ৩০ কোটি ৭৭ লাখ টাকা এবং প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫৭ কোটি ৩৭ লাখ টাকা ব্যয় করা হবে।

এসময় পরিকল্পনাসচিব তারিক-উল-ইসলাম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা এবং সাধারণ অর্থনৈতিক বিভাগের সিনিয়র সদস্য ড. শামসুল ইসলাম উপস্থিত ছিলেন।

শেয়ারবাজারনিউজ/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.