আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১১ অগাস্ট ২০১৬, বৃহস্পতিবার |

kidarkar

ন্যূনতম শেয়ারধারণ থেকে সীমান্ত ব্যাংক’কে অব্যাহতি

ramitance_bbশেয়ারবাজার রিপোর্ট: সদ্য অনুমোদন পাওয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত সীমান্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের প্রশ্রয়ে রয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক নতুন অনুমোদন পাওয়া ব্যাংকটিকে বিশেষ ছাড় দিয়ে একটি অনন্য নজির স্থাপন করেছে।

এর ফলে কার্যক্রম শুরুর আগে আইনি বাধ্যবাধকতা থেকে ‘ছাড়’ পেয়েছে সীমান্ত ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইনের একটি বিশেষ ধারা থেকে নতুন অনুমোদন পাওয়া এ ব্যাংকটিকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেটি হচ্ছে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, কোনো ব্যক্তি, কোম্পানি বা কোনো পরিবারের সদস্যরা একক বা যৌথভাবে কোনো ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার ক্রয় করতে পারবেন না।

এ ধারা থেকে সীমান্ত ব্যাংককে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কারণ কেন্দ্রীয় ব্যাংকের এ-সংক্রান্ত আদেশে বলা হয়েছে, সীমান্ত ব্যাংক লিমিটেডের শেয়ার ধারণের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইনের ১৪ক(১) ধারা প্রযোজ্য হবে না। ব্যাংকটির শেয়ারের মালিকানায় রয়েছে বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্ট।

উল্লেখ্য, গত ২১ জুলাই ব্যাংকটিকে ‘সীমান্ত ব্যাংক লিমিটেড’ নামে তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। বিষয়টি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় চলতি বছরের ১ আগস্ট প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর ৩৭ (২) (এ) এ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২১ জুলাই ২০১৬ বৃহস্পতিবার হতে সীমান্ত ব্যাংক লিমিটেডকে তফসিলি ব্যাংকরূপে তালিকাভুক্ত করা হলো। নতুন এ ব্যাংকটির অনুমোদিত মূলধন ধরা হয়েছে ৪০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন থাকবে ১০০ কোটি টাকা।

শেয়ারবাজারনিউজ/আ

২ উত্তর “ন্যূনতম শেয়ারধারণ থেকে সীমান্ত ব্যাংক’কে অব্যাহতি”

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.