আজ: শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইং, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৬ মার্চ ২০১৫, সোমবার |

kidarkar

মিশরে ৪১ বিচারক পদচ্যুত

muslim brotherhoodশেয়ারবাজার ডেস্কঃ মিশরে নিষিদ্ধ সংগঠন ব্রালারহুডকে সমর্থন করায় ৪১ জন বিচারককে পদচ্যুত করা হয়েছে।  এর মধ্য ৩১ জনকে বাধ্যতামুলক অবসরে পাঠানো হয় এবং বাকি ১০ জনকে ‘জাজেস ফর ইজিপ্ট’ নামক ব্রাদারহুড সমর্থিত সংগঠনে যোগ দেয়ার দায়ে পদচ্যুত করা হয়েছে। সূত্রঃ রয়াটার্স।

নাবিল জাকির নেত্রৃত্বে গঠিত এক আদালত এ ঘোষণা দেয়। কারন হিসেবে এখনও কিছু উল্লেখ করা হয়নি। পদচ্যুত বিচারকরা এই রায়ের ব্যাপারে কোনো ধরনের আপীল করতে পারবেন না।

মোহাম্মদ মুরসির ব্রাদারহুড শাষণের অবসান করার পর থেকেই ব্রাদারহুড সংগঠনটিকে চাপের মুখে রাখা হচ্ছে। নিষিদ্ধ ঘোষণা করার পর থেকেই এই দলের সমর্থকদের কোনঠাসা করে রাখা হয়েছে।  অন্যদিকে, সাবেক সেনাপ্রধান আহমেদ আল সিসি প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পর সিসি’র সমর্থক বিচারকদের প্রতি চোখ বন্ধ রাখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে।

পদচ্যুত বিচারকদের একজন আহমেদ আল খাতিব বলেন, ‘এই ধরনের স্বীদ্ধান্ত আশ্চর্জজনক এবং এটি দেশের বিচার ব্যবস্থার দূরাবস্থাকে নির্দেশ করে’। তবে ব্রাদারহুডের সাথে সম্পৃক্ততার ব্যপারে তিনি কিছু বলেননি।

 

 

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.