আজ: শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইং, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৯ সেপ্টেম্বর ২০১৬, সোমবার |

kidarkar

জাতিসংঘে প্রধানমন্ত্রীর সঙ্গে এফবিসিসিআইয়ের প্রতিনিধদল

fbcciশেয়ারবাজার ডেস্ক: জাতিসংঘের ৭১তম সাধারন অধিবেশনে যোগ দিতে গতকাল (১৭-০৯-২০১৬) রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (এফবিসিসিআই) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে এফবিসিসিআই প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে গিয়েছে। এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ এই ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে এফবিসিসিআই নেতৃবৃন্দ জাতিসংঘের ৭১ তম সাধারন অধিবেশন ও অন্যান্য অধিবেশনে প্রধানমন্ত্রীর সাথে অংশগ্রহন করবেন। ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ ইউএস চেম্বার অব কমার্স আয়োজিত সভায়ও যোগ দেবেন। এ অনুষ্ঠানে এফবিসিসিআই নেতৃবৃন্দ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারনসহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। এফবিসিসিআই নেতৃবৃন্দ ’আইনসম্মত বসবাস ও আইনসম্মত বাণিজ্য: যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এক সেমিনারে অংশগ্রহন করবেন।

এফবিসিসিআই সভাপতি  আবদুল মাতলুব আহমাদ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। এছাড়াও ব্যবসায়ী নেতৃবৃন্দ প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিবেন।

এফবিসিসিআই ব্যবসায়ী প্রতিনিধিদলের অন্যান্য সদস্যবৃন্দ হচ্ছেন- এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি মোঃ শফিউল ইসলাম (মহিউদ্দিন), সহ-সভাপতি মাহবুবুল আলম, এফবিসিসিআই পরিচালকবৃন্দ মোঃ জসিম উদ্দিন, রেজাউল করিম রেজনু, মোঃ আনোয়ার সাদাত সরকার, প্রবীর কুমার সাহা, মোঃ শফিকুল ইসলাম ভরসা, মোঃ আমিনুল হক (শামীম), কে .এম. আখতারুজ্জামান, মোঃ মুনতাকিম আশরাফ, মাসুদ পারভেজ খান (ইমরান), মোঃ আবু নাসের, খন্দকার রুহুল আমীন, মোহাম্মদ ইসমাইল হোসেন, বেনজীর আহমেদ, নাজ ফারহানা আহমেদ ও শামীম আহমেদ (রাসেল)।

এছাড়াও রয়েছেন বিজিএমইএ’র সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, এফবিসিসিআইয়ের প্রাক্তন পরিচালক আহমেদ জামাল, পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মশিউর রহমান মঞ্জু, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি’র সভাপতি খায়রুল হুদা চপল, মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি’র সভাপতি মোঃ কামাল হোসেন, কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি’র সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির, এম.এস.সেকিল চৌধুরী, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম, বাংলাদেশ এয়ারকন্ডিশন ইলেকট্রনিক ইম্পোর্টার্স এসোসিয়েশনের সভাপতি এম. লুৎফর রহমান, বরগুনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি’র সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ মোবাইল ফোন বিজনেস এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু, বাংলাদেশ বিউটি পার্লার ওনার্স এসোসিয়েশনের সভাপতি মাহামুদা মুসতাকিমা রুবি, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি’র উর্ধতন সহ-সভাপতি মোঃ মনজুর রহমান (পিটার) প্রমূখ।

সফর শেষে এফবিসিসিআই প্রতিনিধিদল আগামী  ২৬ সেপ্টেম্বর ২০১৬ তারিখে ঢাকায় ফিরবেন বলে আশা করা হচ্ছে।

শেয়ারবাজারনিউজ/এম. আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.