আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

৩০ সেপ্টেম্বর ২০১৬, শুক্রবার |

kidarkar

পাক-ভারত যুদ্ধ: প্রাণহানির পাশাপাশি অনাহারে ভুগবে ২০০ কোটি মানুষ

defence-bg20160929021056শেয়ারবাজার ডেস্ক: কাশ্মীর নিয়ে পাক-ভারত উত্তেজনা চরমে। যে কোনো মুহূর্তে যুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই আশঙ্কায় সীমান্ত এলাকা ছেড়ে যাচ্ছেন লাখ লাখ মানুষ। এই মুহূর্তে যদি দুই প্রতিবেশী দেশের যুদ্ধ লাগে, তবে নাকি বিশ্বজুড়ে প্রায় ২০০ কোটি মানুষ অনাহারে ভুগবেন বলে ধারণা বিশেষজ্ঞদের।

বিশেষজ্ঞদের ধারণা, পাক-ভারত পরমাণু যুদ্ধ হলে ব্যাপক প্রাণহানির পাশাপাশি এর জেরে বিশ্বজুড়ে প্রায় ২০০ কোটি মানুষ অনাহারে ভুগবেন। পরমাণু শক্তিধর রাষ্ট্র পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ বাধলে পরমাণু অস্ত্রের ব্যবহার হওয়াটা অস্বাভাবিক কিছু নয়।

২০০৭ সালে তিনটি মার্কিন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা আগাম সতর্কত করে বলেছিলেন, দুই দেশের মিলিত পরমাণু অস্ত্রসম্ভারের অর্ধেক অর্থাৎ ১০০টি অস্ত্রের প্রয়োগ করা হলে, মৃত্যু হবে অন্ততপক্ষে দুই কোটিরও বেশি মানুষের। মিলিয়ে যাবে সারা বিশ্বের প্রায় অর্ধেক ওজোন স্তর। আর ‘পারমাণবিক শৈত্য’-এর প্রভাবে বিশ্বজুড়ে ক্ষতিগ্রস্ত হবে মৌসুমী আবহাওয়া, মার খাবে কৃষিকাজ।

পরমাণু যুদ্ধের প্রভাব শুধু ভারত বা পাকিস্তানেই নয়, পুরো গ্রহের উপরই পড়বে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা।

রাটগারস বিশ্ববিদ্যালয়, কলোরাডো-বোল্ডার বিশ্ববিদ্যালয় ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ২০০৭ সালে বলেছিলেন, পাক-ভারত পরমাণু যুদ্ধ হলে বিস্ফোরণের তীব্রতা ও রেডিয়েশনের জেরে প্রথম সপ্তাহেই মৃত্যু হবে ২.১ কোটি মানুষের। গোটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে পরিমাণ প্রাণহানি হয়েছিল, এই সংখ্যাটা তার অর্ধেক।

এছাড়াও এই যুদ্ধের প্রভাবে আবহাওয়ার যে পরিবর্তন হবে, তার জেরে বিশ্বজুড়ে প্রায় ২০০ কোটি মানুষ অনাহারে ভুগবেন।

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.