আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৮ অক্টোবর ২০১৬, শনিবার |

kidarkar

খাদিজার চোখ খুলেছে

kadija-1শেয়ারবাজার ডেস্ক: রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজা বেগম নার্গিসের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে সে চোখ খুলছে এবং শরীরের ডান পাশের হাত পা নাড়াচারা করছে আরও দুই থেকে তিনি সপ্তাহ গেলে একটা পর্যায়ে আসবে বলে আশা করছেন চিকিৎসকরা

শনিবার দুপুরে স্কয়ার হাসপাতালে এক প্রেস ব্রিফিংয়ে খাদিজার চিকিৎসক . এম  রেজাউস সাত্তার এসব তথ্য জানান

তিনি বলেন, শুক্রবার সকালে যখন ভেন্টিলেশন বন্ধ করা শুরু করলাম তখন দেখা যাচ্ছে, সি গট পেইন। চোখ খুলছে এবং শরীরের ডান পাশের হাত পা মুভ করছে। ব্যাথা দেওয়ার পর তার রেসপন্স পাওয়া যাচ্ছে। যদি আস্তে আস্তে কনশাস ফিরে পায় তাহলে হয়তো ধীরে ধীরে তাকে ভেন্টিলেশন থেকে বের করা যাবে

চিকিৎসক . এম  রেজাউস সাত্তার জানান, খাদিজার কনশাস লেভেলটা এখন আছে ১০ দশমিক ; যা আগে ছিল ১৫ মধ্যে মাত্র ৬। আমাদের ধারণা দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সে রেসপন্স ফিরে পাবে

তিনি বলেন, খাদিজার সারভাইবালের চান্স আগের চেয়ে বেড়েছে। ৯৬ ঘণ্টা পর আমাদের পর্যবেক্ষণ হলো আমরা ওকে বাঁচাতে পারলাম। হয়তো সে বেঁচে যাবে। তবে রিকভারি কতটুকু হবে তা এখন আমাদের পক্ষে বলা সম্ভব নয়

গত মঙ্গলবার বিকেলে দ্বিতীয় দফা অস্ত্রোপচার শেষে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিলো খাদিজাকে

গত সোমবার বিকেলে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা পরীক্ষার হল থেকে বের হওয়ার পথে চাপাতি দিয়ে তাকে কুপিয়ে আহত করেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রলীগ নেতা বদরুল আলম। গুরুতর আহত খাদিজাকে প্রথমে সিলেট এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক দফা অস্ত্রোপচার শেষে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.