আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৪ অক্টোবর ২০১৬, সোমবার |

kidarkar

ইন্টারনেটে আয়নাবাজি: ডিএমপি’র হুশিয়ারি

dmpশেয়ারবাজার ডেস্ক: ‘আয়নাবাজি’ বাংলাদেশের অন্যতম সফল একটি চলচ্চিত্র। ইতোমধ্যে এ চলচ্চিত্র বেশ সফলতার সাথে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। কিন্তু কিছু অসাধু মানুষ এই সিনেমা কপি করে বিভিন্ন ওয়েব সাইটে ও ফেসবুক এ Live দিয়ে যাচ্ছে যা দেশের বিদ্যমান সাইবার আইন ও কপি রাইট আইনের পরিপন্থী। আর এ বিষয়ে হুশিয়ারি জারি করেছে ঢাকা মেট্রো পলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি বলছে,  এ সংক্রান্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ডিএমপি এর সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ অভিযোগ পেয়েছে এবং রমনা থানায় সিনেমা কর্তৃপক্ষ একটি অভিযোগ দায়ের করেছে। সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ ইতোমধ্যে ফেসবুকে Live দেয়া কয়েকটি Profile সনাক্ত করেছে এবং যেসব Domain বা Website এ উক্ত সিনেমার কপি upload করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

‘আয়নাবাজি’ চলচ্চিত্র নিয়ে উপরোক্ত বিষয়ে(Facebook Live/Website Upload) কারো কোন তথ্য জানা থাকলে- [email protected] এই ইমেইলে জানানোর জন্য অনুরোধ করা হলো। এদিকে ডিএমপির এমন ঘোষণার পর কারা ফেসবুকে ছবিটি আপলোড করেছে তাদের আইডি স্ক্রিণ শট দিয়ে ডিএমপির ফেসবুক পেজে কমেন্টস আকারে পোস্ট দিচ্ছে।

শেয়ারবাজারনিউজ/ম.সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.