আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

৩০ অক্টোবর ২০১৬, রবিবার |

kidarkar

ডিভিডেন্ড আতংকে পতনে বাজার

bazarশেয়ারবাজার রিপোর্ট: জুন ক্লোজিং সম্পন্ন হওয়া প্রায় ৫০টিরও বেশি কোম্পানি গত তিন অর্থাৎ কার্যদিবস বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত সম্মিলিতভাবে ডিভিডেন্ড ঘোষণা করেছে তবে কোম্পানিগুলোর ঘোষিত ডিভিডেন্ডে বিনিয়োগকারীরা পুরোপুরি সন্তুষ্ট নন তাই আজ রোববার শুরু থেকেই সেল প্রেসারে পতন অব্যাহত রয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা

তারা বলছেন, কোম্পানিগুলোর হিসাব বছর শেষে সাধারণত বিনিয়োগকারীদের ডিভিডেন্ডের উপর কিছুটা ঝোঁক থাকে। ডিভিডেন্ডের ওপর নির্ভর করে শেয়ার ক্রয়বিক্রয় হয়ে থাকে। আর সেই কোম্পানিগুলোর কাছ থেকে আশানুরুপ ডিভিডেন্ড না পাওয়ায় শেয়ার বিক্রি করতে থাকে। কেননা বাজারে বড় বিনিয়োগের খুব একটা প্রভাব না থাকলেও ক্ষুদ্র বিনিয়োগকারীরা ভালো ডিভিন্ডেড দেয়া কোম্পানিগুলোকে বেছে  নিয়েছেন। আর অল্প পুঁজি নিয়ে লাভের আশায় এসব কোম্পানিতে ঝুঁকলে, বাকী কোম্পানিগুলোর দর পতন অব্যাহত ছিল। তাই পরবর্তীতে রকম পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য একদিনে এত কোম্পানির ডিভিডেন্ড না দেয়ার পরামর্শ দিয়েছেন তারা

বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন।এর ফলে টানা চতুর্থ দিনের মতো নিম্নমুখী ধারা বিদ্যমান রয়েছে দেশের পুঁজিবাজারে। এদিন শুরু থেকেই সেল প্রেসারে টানা পতনের কবলে পড়ে বাজার। পরে কয়েকবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয় সূচক। রোববার সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন কিছুটা কমেছেআজ দিনশেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫৭ কোটি টাকা।

রোববার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৬০৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক পয়েন্ট কমে অবস্থান করছে ১১০০ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করে ১৭৩৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৪৫৭ কোটি ১৬ লাখ ৬১ হাজার টাকা

এর আগের কার্যদিবস অর্থাৎ বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স তার আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট কমে অবস্থান করে ৪৬৩৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক পয়েন্ট কমে অবস্থান করে ১১০৯ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক পয়েন্ট কমে অবস্থান করে ১৭৫১ পয়েন্টে। আর দিনশেষে লেনদেন হয়েছে ৬০৫ কোটি ৯২ লাখ ৯৬ হাজার টাকা

এদিকে, দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৬১৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩০টি কোম্পানির মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির। আর দিনশেষে সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৮ কোটি লাখ ২০ হাজার টাকা

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.