আজ: শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইং, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৫ জানুয়ারী ২০১৭, রবিবার |

kidarkar

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

Estemaশেয়ারবাজার ডেস্ক: আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো টঙ্গীর তুরাগ পাড়ে তাবলিগ জামাত আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আজ রোববার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে অংশ নিতে রোববার ভোররাত থেকেই মুসল্লিরা ছুটেছেন ইজতেমা ময়দানে।

গত শুক্রবার বাদ ফজর শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে অংশ নিয়েছেন দেশের ১৭টি জেলার লাখো মুসল্লিসহ অর্ধশতাধিক দেশের কয়েক হাজার মুসল্লি। এ বছর দুই পর্বে বিশ্ব ইজতেমায় অংশ নেবেন দেশের ৩৩টি জেলার মুসল্লিরা।
প্রথম পর্বে অংশ নিয়েছে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মানিকগঞ্জ, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, গাজীপুর, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, গোপালগঞ্জ, শরীয়তপুর, সাতক্ষীরা ও যশোর জেলার মুসল্লিরা।

মোনজাতকে কেন্দ্র করে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার হারুন আর রশিদ জানান, মুসল্লিদের বাড়ি ফেরা পর্যন্ত ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় ছয় হাজারের বেশি পুলিশ থাকবে। এ ছাড়া সাদা পোশাকে মুসল্লিদের বেশে খিত্তায় খিত্তায় পুলিশ মোতায়েন রয়েছে।

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.