আজ: শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইং, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৪ ফেব্রুয়ারী ২০১৭, মঙ্গলবার |

kidarkar

যে কারণে লেনদেনের শীর্ষে লংকা বাংলা ফাইন্যান্স

লেনদেনের শীর্ষে_Turn overশেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে (মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি) দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে নন ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠাণ লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থ বছরে আগের বছরের তুলনায় ইপিএস বেড়েছে ৮৮ শতাংশ। সর্বশেষ অর্থ বছরে (২০১৬) কোম্পানিটি ১৫ শতাংশ স্টক এবং ১৫ শতাংশ ক্যাশ (মোট ৩০ শতাংশ) ডিভিডেন্ড ঘোষণা করেছে। আর বার্ষিক সাধারণ সভা আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে, যার রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ মার্চ।

বাজার সংশ্লিষ্টরা বলছেন- লংকা বাংলা ফাইন্যান্স আগের বছরের তুলনায় ইপিএস প্রায় দ্বিগুন করাতে এর প্রতি আগ্রহী হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। এর পাশাপাশি ডিভিডেন্ড ও এজিএম’কে কেন্দ্র করেও অনেকের মধ্যে শেয়ারটির আগ্রহ সৃষ্টি হচ্ছে। আর যারা শেয়ার ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্যে মুনাফা পাচ্ছেন তারা প্রফিট টেকিং করছেন। ফলে কোম্পানির শেয়ারে লেনদেন বেশি দেখা যাচ্ছে।

সূত্রমতে, ডিএসই’তে লংকা বাংলা ফাইন্যান্সের ১ কোটি ৪৬ লাখ ৯২ হাজার ৪৭৬টি শেয়ার ৫ হাজার ৪৩৪ বার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৭ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকা।

একই সাথে লেনদেনের শীর্ষে থাকা অন্যান্যের মধ্যে আইডিএলসি’র শেয়ারে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৩৪ লাখ ৭৩ হাজার টাকা, তিতাস গ্যাসের ২৮ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার টাকা, এ্যাপোলো ইস্পাতের ২৭ কোটি ৭৯ লাখ ২৮ হাজার টাকা, এসিআই ফর্মূলেশনের ২৫ কোটি ৮৮ লাখ ৫৪ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার ২৫ কোটি ১৮ লাখ ৬৫ হাজার টাকা, আমান ফিডের ২৪ কোটি ৭৭ লাখ ৪৭ হাজার টাকা, সেন্ট্রাল ফার্মার ২৩ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার টাকা, বেক্সিমকো’র ২২ কোটি ৭৭ লাখ ৩১ হাজার টাকা, ডোরিন পাওয়ারের ২২ কোটি ৪৩ লাখ ৮৫ হাজার টাকা, আরএসআরএম স্টীলের ২২ কোটি ১০ লাখ ৫১ হাজার টাকা, বারাকা পাওয়ারের ২২ কোটি ৯ লাখ ২১ হাজার টাকা, কেয়া কসমেটিক্সের ২১ কোটি ৪৫ লাখ ৮৭ হাজার টাকা, ফরচুন সুজের ২০ কোটি ৯৫ লাখ ৭৭ হাজার টাকা, প্যাসিফিক ডেনিমসের ১৫ কোটি ৮৬ লাখ ৯ হাজার টাকা, ইস্টার্ন হাউজিংয়ের ১৫ কোটি ৭৮ লাখ ৬৫ হাজার টাকা, গ্রামীণ ফোনের ১৫ কোটি ২৬ লাখ ৪৬ হাজার টাকা, সিটি ব্যাংকের ১৪ কোটি ৬৬ লাখ ৪৬ হাজার টাকা, বিবিএসের ১৪ কোটি ৬০ লাখ ৯৮ হাজার টাকা এবং আল আরাফাহ ইসলামি ব্যাংকের শেয়ারে লেনদেন হয়েছে ১৩ কোটি ৮৩ লাখ ৭৪ হাজার টাকা।

অন্যদিকে, সিএসইতে লংকা বাংলা ফাইন্যান্সের ৯ লাখ ৭৭ হাজার ৩৬৯টি শেয়ার লেনদেন হয়ে লেনদেনের শীর্ষে অবস্থান করছে। যার বাজার মূল্য ৫ কোটি ১৯ লাখ ৭৭ হাজার ৪৩৫ টাকা।

একই সাথে সিএসই’তে লেনদেনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে বেক্সিমকোর শেয়ারে লেনদেন হয়েছে ৩ কোটি ১৭ লাখ ২৩ হাজার টাকা, প্যাসিফিক ডেনিমসের ৩ কোটি ৯ লাখ ১৪ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার ২ কোটি ৭০ লাখ ৮ হাজার টাকা, গ্রামীণ ফোনের ২ কোটি ৩৭ লাখ ৫৮ হাজার টাকা, এ্যাপোলো ইস্পাতের ২ কোটি ৯৪ হাজার টাকা, জেনারেশন নেক্সটের ১ কোটি ৮৫ লাখ ১৯ হাজার টাকা, তিতাস গ্যাসের ১ কোটি ৬০ লাখ ৩৪ হাজার টাকা, কেয়া কসমেটিক্সের ১ কোটি ৫৫ লাখ ৪৩ হাজার টাকা, ন্যাশনাল ব্যাংকের ১ কোটি ৪০ লাখ ৪২ হাজার টাকা, বিকন ফার্মার ১ কোটি ৩০ লাখ ৯৫ হাজার টাকা, আইডিএলসি’র ১ কোটি ২৫ লাখ ৯৫ হাজার টাকা, ফরচুন সুজের ১ কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকা, ইসলামী ব্যাংকের ১ কোটি ১৭ লাখ ৮৭ হাজার টাকা, স্কয়ার ফার্মার ১ কোটি ১০ লাখ ৩০ হাজার টাকা, লাফার্জ সুরমার ৯৭ লাখ ৫৮ হাজার টাকা, সেন্ট্রাল ফার্মার ৮৯ লাখ ৯৫ হাজার টাকা, এসিআই ফর্মূলেশনের ৮৯ লাখ ৩৪ হাজার টাকা, পদ্মা অয়েলের ৮৫ লাখ ২৭ হাজার টাকা এবং এ্যাকটিভ ফাইন কেমিক্যালের শেয়ারে লেনদেন হয়েছে ৮৪ লাখ ৫৩ হাজার টাকা।

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.