আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২২ ফেব্রুয়ারী ২০১৭, বুধবার |

kidarkar

আরএন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা

RN_spiningশেয়ারবাজার রিপোর্ট: বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন, ২০১৬ সমাপ্ত অর্থবছরে ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আরএন স্পিনিং মিলস লিমিটেড। বুধবার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে, গত তিন বছরের অর্থাৎ (২০১২, ২০১৩ এবং ২০১৪) জন্য কোন প্রকার ডিভিডেন্ড দেয় নি।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের পাশাপাশি ৪ বছরের অর্থাৎ ৯ম, ১০ম, ১১তম ও ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ, কোটবাড়ি মাল্টিপারপাস হল, কোটবাড়ি, কুমিল্লায় অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টা থেকে শুরু করে ১৫মিনিট ব্যবধানে ৪টি এজিএম শুরু হবে।

আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ মার্চ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ ও কোম্পানি সূত্রে জানা গেছে, সাড়ে চার বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ৫২ পয়সা। এর মধ্যে ২০১২ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৩ টাকা ৬২ পয়সা। ২০১৩ সালে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৫ টাকা ২৪ পয়সা। ২০১৪ সালে আরএন স্পিনিং এর ইপিএস হয়েছিল ১ টাকা ৬৫ পয়সা। ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত ১৮ মাসে ইপিএস হয়েছে ১ টাকা ১ পয়সা।

গত ৩০ জুন ২০১৬ পর্যন্ত কোম্পানিটির অবণ্টিত মুনাফা ছিল ২৯৬ কোটি ১১ লাখ ২৫ হাজার ২০৮ টাকা।

 

শেয়ারবাজারনিউজ/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.