আজ: শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইং, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৬ মার্চ ২০১৭, রবিবার |

kidarkar

সাইবার নিরাপত্তায় প্রশিক্ষণ দেবে ক্র্যাফ

crimeশেয়ারবাজার ডেস্ক: অনলাইন জগতে নিরাপত্তা নিশ্চিত করতে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন (ক্র্যাফ)। এ ব্যাপারে ক্র্যাফের প্রেসিডেন্ট জেনিফার আলম বলেন, এখন আমরা সব কিছুই করছি ইন্টারনেটকে বেইজ করে। যোগাযোগে ব্যবহার করছি ই-মেইল, ফেসবুক, ভাইবার, মেসেঞ্জার, ইমো, স্কাইপি ইত্যাদি অ্যাপস। কখনো কি ভেবেছি আমাদের ব্যক্তিগত তথ্য কতটা নিরাপদ? যেখানে সেলেব্রেটি, ব্যাংক প্রত্যেকে আজ কমবেশি সাইবার স্পেসে হচ্ছে হ্যাকিংয়ের শিকার। সেখানে আমরা আজ কতটা নিরাপদ? যতই ব্যবহার করুন সিক্রেট ওয়েস, আপনি কি নিশ্চিত আপনার তথ্য সুরক্ষিত? সাইবার স্পেসে আপনাদের নিরাপত্তাকে সুসংহত করতে, আপনাকে হাতে কলমে শিখাতে ক্র্যাফ আয়োজন করেছে দুই দিনব্যাপী (প্রতিদিন ২ ঘণ্টা) কোর্সের। কোর্সে আপনাদের হাতে কলমে শেখানো হবে।

এই প্রশিক্ষণে থাকবে সাইবার নিরাপত্তা সম্পর্কে আলোচনা, ইন্টারনেট ব্যবহারে নিজের নিরাপত্তা নিশ্চিত করা, নিরাপদে ই-মেইল ব্যবহার করা, ই-কমার্স, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজের এডমিন কিভাবে তাদের সাইট, পেজ বা গ্রুপের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবেন, কিভাবে নিজের ডিভাইস সিকিউরড তা নিশ্চিত হবেন, কিভাবে পাসওয়ার্ড প্রটেক্টেড হবেন, আপনার ডিভাইস হারিয়ে গেলে কিভাবে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করবেন বা তা ট্র্যাক করবেন, আপনার ক্রেডিট কার্ড হ্যাক হলে কি করবেন, আপনার মোবাইল ডিভাইস কেউ স্পাইং করছে কিনা তা কিভাবে নিশ্চিত হবেন, আপনার সন্তান বা আপনার আপনজন ইন্টারনেট ঠিকভাবে ব্যবহার করছে কিনা তা কিভাবে মনিটর করবেন, আইসিটি আইনের সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং সাইবার ক্রাইমের শিকার হলে কি করবেন ইত্যাদি।

আগামী ৩১ মার্চ প্রশিক্ষণ শুরু হবে। স্টুডেন্টদের আইডি কার্ড দেখালে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে। প্রশিক্ষণে রেজিস্ট্রেশন করা যাবে http://www.crafbd.com/training এই ঠিকানা থেকে।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.