আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৯ এপ্রিল ২০১৭, শনিবার |

kidarkar

দেশে চলমান জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে: ওবায়দুল কাদের

kaderশেয়ারবাজার ডেস্ক: ‘দেশে চলমান জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে। নির্মূলে সরকার কাজ করছে’ মন্তব্য করে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তবে আগামী সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিলে দেশে জঙ্গি হামলা অনেকাংশে কমে যাবে।

২৮ এপ্রিল শুক্রবার দুপুরে নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে মুক্তিযোদ্ধা মরহুম হাজী ইদ্রিস জামে মসজিদের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে বিফ্রিংয়ে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশে আইএস এর কোনো অস্তিত্ব নেই। বিরোধী রাজনৈতিক দলগুলোর নিজস্ব সংকট ও ব্যর্থতার কারণে জঙ্গিবাদের উত্থান। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের সকল রাজনৈতিক শক্তি ভেদাভেদ ভুলে নির্বাচনে অংশ নিলে জঙ্গিবাদেরও পতন হবে।

এসময় মন্ত্রী বিএনপি’র উদ্দেশ্যে বলেন, নিজেদের দলীয় সংকট ও রাজনৈতিক ব্যর্থতা ভুলে তারা যদি এখন থেকেই আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নেয়া শুরু করে। তাহলে দেশে বিচ্ছিন্নভাবে চলমান যেসব জঙ্গি কর্মকান্ড রয়েছে, তা অনেকাংশে কমে যাবে।

মন্ত্রী আরো বলেন, দেশে ২১ হাজার কোটি টাকা ব্যয়ে সরকারীভাবে ৬৪ জেলায় ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করা হবে। তিনি হাজী ইদ্রিস জামে মসজিদের কথা উল্লেখ্য করে বলেন, বেসরকারীভাবে এরকম আধুনিক মসজিদ নির্মাণও ভালো উদ্যোগ। এ রকম মসজিদ নির্মাণে ব্যবসায়ী ও শিল্পপতিদের এগিয়ে আসার আহবান জানান।

এসময় মন্ত্রীর সাথে আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, মরহুম হাজী ইদ্রিসের জ্যোষ্ঠ্য সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মো. ইব্রাহিম চৌধুরী, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ প্রমুখ।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.