আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২১ মে ২০১৭, রবিবার |

kidarkar

যে গ্রামের সকলেই জন্মেছেন ১ জানুয়ারিতে!

januaryশেয়ারবাজার ডেস্ক: নাম, ঠিকানার মতোই জন্ম তারিখও যেকোনও মানুষের একটি বড় পরিচয়৷ স্কুলে ভর্তি করা হোক কিংবা চাকরিতে যোগ দেওয়া, সঠিক জন্ম তারিখের প্রয়োজন হয় সর্বত্র৷ আবার জন্ম তারিখ জানলেই শুধু হবে না, দিতে হয় তার শংসাপত্রও৷ কিন্তু অনেক সময়েই সরকারি নথিতেই জন্ম তারিখ ঘিরে তৈরি হয় বিভ্রান্তি৷ ঠিক যেমনটা হয়েছে উত্তরপ্রদেশের এলাহাবাদের খানজাসা গ্রামে৷ এই গ্রামের প্রত্যেকেরই জন্ম তারিখ ১ জানুয়ারি৷

সাধারণভাবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডকেই জন্ম তারিখের প্রামাণ্য নথি হিসেবে ধরা হয়৷ হাল আমলে অবশ্য ভোটার কার্ডেও সংশ্লিষ্ট ব্যক্তির জন্ম তারিখের উল্লেখ থাকে৷ আবার মোদির সরকার ক্ষমতায় আসার পর, সারাদেশ জুড়ে প্রত্যেক নাগরিকদের সম্পর্কে আলাদাভাবে তথ্য সংগ্র্হের জন্য চালু হয়েছে আধার কার্ড৷ সেখানেও উল্লেখ থাকে সংশ্লিষ্ট ব্যক্তির জন্মতারিখ৷ কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, এখন প্রত্যেক নাগরিকের আধার কার্ড থাকা বাধ্যতামূলক৷ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে বা কোনও পরিষেবা পেতে হলে এখন ভরসা এই আধার কার্ড৷ কিন্তু সেই আধার কার্ডেই যদি জন্মতারিখে গণ্ডগোল থাকে, তাহলে যে কীরকম বিপাকে পড়তে হয়, তা এখন হাড়েহাড়ে টের পাচ্ছেন এলাহাবাদের খানজাসা গ্রামের বাসিন্দারা৷

উত্তরপ্রদেশের এলাহাবাদের গুরপুরের জেসরা ব্লকের খানজাসা গ্রামে প্রায় হাজার দশেক লোকের বাস৷ জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই গ্রামবাসীদের কারোও আধার কার্ড ছিল না৷ বহু ঘোরাঘুরি পর সম্প্রতি আধার কার্ড পেয়েছেন তাঁরা৷ আর সেই আধার কার্ড মোতাবেক, গ্রামের দশ হাজার মানুষের প্রত্যেকেরই জন্ম হয়েছে একইদিনে৷ ১ জানুয়ারি৷ প্রথমে অবশ্য বিষয়টি কারও নজরে আসেনি৷ উত্তরপ্রদেশের স্কুল পড়ুয়াদের সম্পর্কে তথ্যভাণ্ডার তৈরি করতে আধারকার্ড নথিভুক্ত করার কাজ চলছে৷ সেই কাজ করতে খানাজাসা গ্রামে গিয়েছিলেন স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা৷ তখনই আধার কার্ডে জন্মতারিখ সংক্রান্ত এই ভুলটি নজরে আসে৷ ঘটনা জানাজানিতে হতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা৷ গানজাসা গ্রামের প্রধান অবশ্য আশ্বাস দিয়েছেন, জন্ম তারিখ সংশোধন করে গ্রামবাসীদের নতুন আধার কার্ড দেওয়া হবে৷ সূত্র: সংবাদ প্রতিদিন

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.