আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৮ মে ২০১৭, রবিবার |

kidarkar

ওয়ের্ষ্টান ইউনিয়ন টি২০ টুর্নামেন্টে “গ্রীন বাংলা” চ্যাম্পিয়ন

Nuco westশেয়ারবাজার ডেস্ক: আইসিসির সহযোগী, সৌদি ক্রিকেট সেন্টারের অনুমোদিত রিয়াদ ক্রিকেট এসোসিয়েশন (RCA) কর্তৃক আয়োজিত ওয়েস্টার্ন ইউনিয়ন (মানি ট্রান্সফার) T20 টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে মরুভূমির টাইগার খ্যাত সৌদি প্রবাসী ক্রিকেট টিম “গ্রীনবাংলা”। ২৬ মে ক্রিকেট এসোসিয়েশনের ৩ নাম্বার মাঠে ভারতীয় ক্লাব “চ্যালেন্জার্স ইলেভেনে”কে ৪৮ রানের বিশাল ব্যাবধানে হারায় “গ্রীন বাংলা”।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় গ্রীন বাংলার দলপতি জাকির হোসেন। শুরুতেই বাদল আর মোস্তাফার উড়ন্ত সূচনায় ও শাহিদের চমৎকার ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২৪৬ রানের পাহাড়সম টার্গেট ছুড়ে দেয় গ্রীনবাংলা। গ্রীন বাংলার পক্ষে বাদল ১৫ বলে ৩৫, মোস্তফা ৫১ বলে ৯৫, শাহীদ ৩২ বলে ৬৭ রান করে চ্যালেন্জার্স ইলেভেনের পক্ষে বল হাতে অনিশ ৩ টি, ফাহাদ ও ফয়সাল ১টি করে উইকেট নেয়।

২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৮ রান তুলতে সক্ষম হয় ভারতীয় ক্লাবটি। তাদের পক্ষে অনিশ ১০ বলে ২৫, স্যামনাথ ১৫ বলে ৩৫, ফাহাদ ১৬ বলে ৩২ রান করে। বল হাতে গ্রীনবাংলার বাদল ৩টি, আল আমিন ২টি, জাহিদ এবং শাহীদ ১ টি করে উইকেট নেন।

অসাধারন ব্যাটিং নৈপুর্ন্যে ম্যাচ সেরা হয় গ্রীন বাংলার মোস্তফা, আল আমিন বেষ্ট বলার এবং বাদল ম্যান অব দি সেমিফাইনাল।

এ জয়ে প্রবাসী টাইগারদের অভিনন্দন জানিয়েছেন সৌদি প্রবাসীদের অন্যতম অভিবাবক মান্যবর রাষ্ট্রদূত জনাব গোলাম মসিহ, টিম। ম্যানেজার আল আমিন খাঁন, মিডিয়া ম্যানেজার ফখরুল ইসলাম, গ্রীন বাংলার উপদেস্টা জনাব আলী আকবর, লিটন মিয়া, আবুল হাসানসহ রিয়াদ কমিউনিটির বিশিস্ট ব্যাক্তিবর্গ।

উল্লেখ্য; গত বছরের নভেম্বরে রিয়াদ ক্রিকেট এসোসিয়েশন (RCA) কর্তৃক আয়োজিত এমেরিকান এক্সপ্রেস টি-২০ টুর্নামেন্টে পাকিস্তানী ক্লাব লাহোর বাদশাকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছিল “গ্রীন বাংলা”।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.