আজ: শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইং, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৬ জুন ২০১৭, মঙ্গলবার |

kidarkar

গেইনারের শীর্ষে নূরানী ডাইংয়ের

NURANI DYEING & SWEATER LTDশেয়ারবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) আজ টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে সদ্য তালিকাভুক্ত হওয়া বস্ত্র খাতের নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড। এদিনে কোম্পানির শেয়ার দর ১.২০ টাকা বা ৬.৩১ শতাংশ বেড়ে গেইনারের শীর্ষে উঠে আসে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে আজ নূরানী ডাইংয়ের  ৩৮ লাখ ৮৯ হাজার ৫৩২টি শেয়ার ৩ হাজার ৪৮১ বার লেনদেন হয়। যার বাজার দর ৭ কোটি ৭০ লাখ ৩৪ হাজার টাকা। সারাদিন কোম্পানির শেয়ার দর ১৮.৮০ টাকা থেকে ২০.৫০ টাকায় উঠানামা করে সর্বশেষ ২০.২০ টাকায় লেনদেন হয়। গতকাল সোমবার কোম্পানির শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯ টাকা যা আজ মঙ্গলবার ক্লোজিং হয় ২০.২০ টাকায়।

টপটেন গেইনারের তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে তসরিফা ইন্ডাস্ট্রিজের ৬.১৪ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৫.৬১ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ৪.৮১ শতাংশ, প্রিমিয়ার লীজিংয়ের ৪.৫৯ শতাংশ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ৪.৩১ শতাংশ, মেঘনা সিমেন্টের ৩.৯০ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকের ৩.৭৭ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৩.৭৪ শতাংশ এবং এক্সিম ব্যাংকের ৩.৭০ শতাংশ শেয়ার দর বেড়েছে।

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.