আজ: মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ইং, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২১ এপ্রিল ২০১৫, মঙ্গলবার |

kidarkar

বঙ্গজের রাইট শেয়ার ছাড়ার ঘোষণা

Bangasশেয়ারবাজার রিপোর্ট : পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানি বঙ্গজ রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।  মঙ্গলবার অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় কোনো প্রকার প্রিমিয়াম ছাড়া ৩R:১ অনুপাতে রাইট শেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। অর্থাৎ বিনিয়োগকারীরা প্রতি ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ৩টি রাইট শেয়ার পাবেন। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এ কোম্পানির উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ফ্যাক্টরীতে নতুন প্লান্ট স্থাপন করা হবে। এতে কোম্পানির টার্নওভার বাড়ার পাশাপাশি মুনাফায় ইতিবাচক প্রভাব পড়বে। এছাড়া বর্তমানে এ কোম্পানির পরিশোধিত মূলধন মাত্র ৫ কোটি ৫০ লাখ টাকা। অর্থাৎ পরিশোধিত মূলধন বৃদ্ধি ও ফ্যাক্টরীতে নতুন প্লান্ট স্থাপনের জন্য কোম্পানিটি পুঁজিবাজারে রাইট শেয়ার ছেড়ে টাকা উত্তোলন করবে।

রাইট শেয়ার সংক্রান্ত রেকর্ড ডেট ৪ মে। এছাড়া এ বিষয়ে বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য কোম্পানিটি আগামী ২৬ মে, সকাল ১০টায় বিশেষ সাধারণ সভার (ইজিএম) আয়োজন করেছে।

 

শেয়ারবাজার/সা/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.