আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২০ সেপ্টেম্বর ২০১৭, বুধবার |

kidarkar

রূপচর্চায় হলুদের ব্যবহার

holudশেয়ারবাজার ডেস্ক: বিবাহিক অনুষ্ঠান গায়ে হলুদ শুরু হয় বর-কনের গায়ে হলুদ ছোঁয়ানোর মধ্য দিয়ে। হলুদ বলতে গেলে একটি ন্যাচারাল কস্মেটিক্স। এটি গায়ের রঙ যেমন উজ্জ্বল করে, তার সাথে বিভিন্ন চর্ম রোগের সমস্যা যেমন অ্যালার্জি, ব্রণ, র্যা শ দূর করে। তাছাড়া বয়সগত রোগ আলজেইমার, ডায়বেটিস, আর্থ্রাইটিস ইত্যাদি রোগ থেকে উপশম পেতে সাহায্য করে।

রূপচর্চায় হলুদের কিছু ব্যবহার সম্পর্কে জেনে নেওয়া যাক-

১) ব্রণ দূর করেঃ ব্রণ কমাতে সাহায্য করে। নিয়মিত ব্যবহারে ব্রণ ও অন্যান্য দাগ হালকা করতেও হলুদ সহায়ক। তাছাড়া ত্বকের উপর জমে থাকা ময়লা ও মৃত কোষ দূর করে উজ্জ্বলতাও বাড়াতে সাহায্য করে এই মসলা।

২) ঘরোয়া স্ক্রাব তৈরিঃ অল্প পরিমাণ পরিষ্কার পানিতে এক চা-চামচ হলুদগুঁড়া এবং দুধ বা টক দইয়ের সঙ্গে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। এই মিশ্রণ ত্বকে লাগিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হাতে মালিশ করুন। কিছুক্ষণ অপেক্ষা করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
এই মিশ্রণ ‘ব্ল্যাকহেডস’ দূর করতে সাহায্য করে এবং লোমকূপ সংকুচিত করে।

৩) ত্বকের উজ্জ্বলতা বাড়ায়ঃ এক চা-চামচ হলুদগুঁড়া, এক চা-চামচ মধু এবং পরিমাণ মতো দুধ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই মাস্ক ত্বক মসৃণ করে, রংয়ের অসমতা দূর করে। আর বলিরেখা কমায়।

৪) ত্বকের আর্দ্রতা ধরে রাখেঃ একটি ডিমের সাদা অংশের সঙ্গে এক চা-চামচ হলুদগুঁড়া মিশিয়ে নিন। এর সঙ্গে মেশান এক চা-চামচ জলপাই তেল। মিশ্রণটি মুখে ও গলায় লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট বা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। আর্দ্রতা যোগানোর পাশাপাশি মিশ্রণটি ত্বকের নমনীয়তা বজায় রাখতেও সাহায্য করবে।

৫) বলিরেখা দূর করতেঃ হলুদ ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে। ২/৩ চিমটি হলুদ গুঁড়া, চালের গুঁড়া, টমেটো রস, কাঁচা দুধের সাথে মিশিয়ে মুখে মাস্ক হিসাবে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। তারপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বকের ফাইন লাইন্স এবং ঝুলে পড়া ত্বক কে স্বাভাবিক করতে, ত্বক কে ফর্সা করতে অত্যন্ত কার্যকরী।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.