আজ: শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইং, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ মে ২০১৫, শনিবার |

kidarkar

টাকার পেছনে না দৌড়ানোর আহ্বান প্রধান বিচারপতির

sinhaশেয়ারবাজার রিপোর্ট: পেশাজীবনের শুরুতেই নতুন আইনজীবীদের টাকার পেছনে না দৌড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

শনিবার রাজধানীর অফিসার্স ক্লাবে বার কাউন্সিল আয়োজিত নতুন আইনজীবীদের সনদপ্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, পেশাজীবনের শুরুতেই টাকার পেছনে ঘুরবেন না। ক্যারিয়ার গড়েন, টাকাই আপনার পেছনে দৌড় দেবে। টাকাকে বড় করে দেখবেন না। আগে দরকার ভালো আইনজীবী হওয়া।

তিনি আরও বলেন, ‘ভালো কাজ জানলে টাকা অজান্তেই আপনাদের কাছে আসবে। তখন টাকা রাখার জায়গা পাবেন না। মানুষ হয়ে যান তখন টাকা আপনাকে অনুসরণ করবে। যদি শুরুতেই টাকার পেছনে ছুটতে শুরু করেন তাহলে কখনই তা পাবেন না।’

অনুষ্ঠানে মোট ২ হাজার ৭শ ২০ জন আইনজীবীকে সনদ দেয়া হয়। যারা ২০১০ সালের ২৫ ডিসেম্বর আইনজীবী হিসেবে অন্তর্ভূক্ত হন। এদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি।

আপিল বিভাগের বিচারপতি ও বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, সদস্য এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কয়েকজন বিচারপতি ও জ্যেষ্ঠ আইনজীবীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

শেয়ারবাজার/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.