আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

৩০ জানুয়ারী ২০১৮, মঙ্গলবার |

kidarkar

বসুন্ধরা পেপারের আইপিও অনুমোদন

শেয়ারবাজার রিপোর্ট: বুকবিল্ডিং পদ্ধতিতে নির্ধারিত ৮০ টাকা কাট অফ প্রাইসকে ইস্যুমূল্য করে বসুন্ধরা পেপারের আইপিও অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ অনুষ্ঠিত ৬২৬তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়েছে।

কমিশন জানায়, কোম্পানিটি বাজারে ২ কোটি ৬০ লাখ ৪১ হাজার ৬৬৭ টি শেয়ার ইস্যু করে ২০০ কোটি টাকা সংগ্রহ করবে। এর মধ্যে ১ কোটি ৫৬ লাখ ২৫ হাজার শেয়ার ৮০টাকা করে যোগ্য বিনিয়োগকারীরা নেবেন। বাকী ১ কোটি ৪ লাখ ১৬ হাজার ৬৬৬টি শেয়ার ৭২ টাকা করে সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে।

আইপিও’র টাকা দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ মেটাতে ব্যয় করা হবে।

৩০ জুন, ২০১৬ পর্যন্ত কোম্পানিটির ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪৬ টাকা এবং সম্পদ মূল্যায়ন শেষে এনএভি হয়েছে ৩০.৪৯ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএএ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লি:।

এছাড়া বসুন্ধরা পেপার্স লি: এর কাটঅফ প্রাইস ৮০ টাকা মূল্যে বা তার বেশি মূল্যে বিডিংয়ে অংশগ্রহণকারী যে সব যোগ্য বিনিয়োগকারী এক্সচেঞ্জের চাহিদা অনুযায়ী বিডিং মূল্যের য্যেক্তিকতা বিশ্লেষণীসহ যথাযথ দিতে ব্যর্থ হয়েছে, তাদেরকে যোগ্য বিনিয়োগকারীর তালিকা থেকে কেন অযোগ্য ঘোষণা করা হবে না, তার জন্য কারণ দর্শানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

শেয়ারবাজারনিউজ/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.