আজ: শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইং, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৪ মার্চ ২০১৮, রবিবার |

kidarkar

যে খাবারে দূর হবে মুখের ব্রন!

শেয়ারবাজার ডেস্ক: মুখের সৌন্দর্য নষ্ট করার জন্য কয়েকটা ব্রণই যথেষ্ট। ছেলে মেয়ে উভয়ের ব্রণের সমস্যা দেখা দিতে পারে। ঔষুধ, ফেইস প্যাক, মাস্ক কতো রুপচর্চাই ব্রণ থেকে মুক্তি পেতে আপনি করে থাকেন। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় ব্রণ থেকে মুক্তি মিলছে না।

তবে এখন আর কোনো রুপচর্চা নয়, আপনার মুখের ব্রণ দূর করতে পারে কয়েকটি খাবার। আসুন ছবিতে দেখে নিই কোন খাবার খেলে আপনার মুখের ব্রণ দূর হবে।

সবুজ শাক : সবুজ শাক হজমক্রিয়া সহজ করে ত্বকে ব্রণের উপদ্রব কমায়। তাই খাওয়ার তালিকায় সবুজ শাক রাখতে পারেন।

টমেটো : টমেটোতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি ব্রণের সমস্যার সমাধাণে কাজ করে।

মাছ : ব্রণ প্রতিরোধ করে এমন খাবারগুলোর মধ্যে মাছ অন্যতম। মাছে আছে প্রচুর পরিমানে ওমেগা-৩ এবং ওমেগা-৬ ফ্যাটি এসিড যা ত্বকের জন্য খুবই উপকারী।

শসা : শসায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ই, পানি এবং অ্যামিনো অ্যাসিড। ত্বকে জন্মানো ব্রণের ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করে ব্রণের সমস্যার সমাধাণ করে।

বাদাম : বাদামে সেলিয়াম, ভিটামিন ই, কপার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন আছে। যা ত্বক সুস্থ রাখার পাশাপাশি ব্রণ হওয়ার রোধ করে থাকে।

গ্রিন টি : ব্রণ দূর করতে প্রতিদিন অন্তত এককাপ গ্রিন টি পান করার অভ্যাস করুন।

লাল আঙুর : আঙুর আমাদের সবার অনেক পছন্দের ফল। লাল আঙ্গুরে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের প্রদাহ রোধ করে ব্রণ হওয়ার প্রবণতা কমিয়ে থাকে।

রসুন : রসুন ব্রণ রোধ করতে সাহায্য করে। রসুন আমাদের দেহের ইনফ্লামামেশন দূর করে ব্রণ প্রতিরোধ করে থাকে।

অলিভ অয়েল : অলিভ অয়েল দেহে খুব সহজে হজম হয় এবং ইমিউন সিস্টেম উন্নত করতে সাহায্য করে। ব্রণের সমস্যা সমাধানেও অলিভ অয়েলের ভূমিকা অপরিসীম।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.