আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০১ এপ্রিল ২০১৮, রবিবার |

kidarkar

গাড়ির ধাক্কায় ভবন ধসে নিহত ১০

শেয়ারবাজার ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশে গাড়ির ধাক্কায় চারতলা ভবন ধসে ১০ জন নিহত হয়েছেন। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (৩১ মার্চ) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, একটি গাড়ি সজোরে ধাক্কা দিলে ভবনটি ধসে পড়ে।

এনডিটিভি জানায়, রাজ্যের অন্যতম ব্যস্ত বাস স্টেশন সারওয়াতের কাছে ভবনটি অবস্থিত। ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। ধ্বংসস্তুপের নিচে বেশ কয়েকজন আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।

স্থানীয়রা জানান, ভবনটি প্রায় ৫০ বছরের পুরনো। জরাজীর্ন এই ভবনটি একটি আবাসিক হোটেল হিসেবে ব্যবহার করা হচ্ছিলো। হতাহতদের সবাই হোটেলটির স্টাফ ও অতিথি। তবে দুর্ঘটনার সময় হোটেলটিতে কতজন অতিথি ছিলেন স্থানীয় প্রশাসন তা জানাতে পারেনি।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইটারে দেয়া এক বার্তায় দুর্ঘটনায় হতাহতদের প্রতি শোক জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ভবন ধসে বেঁচে যাওয়া সবার দ্রুত সুস্থতা কামনা করছি।’

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.